পাতা:অন্নদামঙ্গল.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

See ठाबझांगक्रल ! অন্নদীর অনুগ্রহে পরাণ বিয়েশগ নহে অস্থিমধ্যে অস্ত্যথ জীবন ॥ পবন অণহার করি নিয়মে পরাণ ধরি পবন করয়ে ঘোর তপ । উনপঞ্চাশত ভাগে এক ভাবে অহুরাগে দিব নিশি অন্নপুর্ণ জপ । কুবের ছাড়িয়া ভোগ আশ্রয় করিয়া যোগ অহৰ্নিশ একাসনে ধ্যান । দারুণ ভপের ক্লেশ অস্থি চর্ম্ম অবশেয় সমাধি ধরিয়া আছে জ্ঞান | শিবের বিশেষ কায় ঈশানের তপস্যায় ত্রিলোক হইল টলমল । কপালে অনল জ্বলি শিরোস্তৃত ঘৃত ঢালি ধ্যানধারণায় আচঞ্চল | প্রজাপতি রূপভেদে উচ্চারিয়া চীর বেদে উৰ্দ্ধপতি উৰ্দ্ধমুখে জপে । দিকদিক ভেদ নাই টলমল সর্ব্ব ঠাই । ঘোর অন্ধীর ঘোর তপে ॥ সহস্র মুখের স্তবে নিজগণ কলরৱে " , তপস্যা করয়ে নাগপ্লজ । গ্রহ তারা রাশিগণ ব্রহ্মঋষি যত জন বিদ্যাধর কিন্নর সমাজ । যত দেবঋষিগণ সিদ্ধ সাধ্য পুণ্যজন রাজঋষি মহর্ষি সকল ।