পাতা:অন্নদামঙ্গল.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>e V) अन्नप्रांशक्रल । পুজিয়া গজানন ভাস্কর ত্রিলোচন কেশব কৌষিকী চরণ। পুজিয়া নথ গ্রহ দিকপালদশ সহ বিবিধ আবরণগণ । চরণ সরসিজ পূজিয়া জপি বীজ নৈবেদ্য দিয়া নানামত। মহিষ মেষ ছাগ প্রভৃতি বলিভাগ বিবিধ উপচার যত ॥ সমাপি হোমক্রিয়া অন্নাদি নিবেদিয়া মঙ্গল ইতিহাস গণনে । বাজায়ে বাদ্যগণ করিয়া জাগরণ দক্ষিণ বিবিধ বিধানে ॥ পুজার সমাধানে প্রণমি সাবধানে সকলে পাইলেন বর। অন্নদাপদতলে বিনয় করি বলে ভারত রায় গুণকর ॥ অঙ্গদার বরদান । ভবানী বাণী বল একবার। ভবানী ভবানী সুমধুর বাণী ভবানী ভবের সার । দেবগণে দিয়া দেবী মনোনীত বর । শিবেরে কহেন শিব শুনহ শঙ্কর ॥ এই বারাণসী পুরা করিয়াছ তুমি । ইহার পরশপুণ্যে ধন্য হৈল ভূমি ।