পাতা:অন্নদামঙ্গল.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবপূজা নিষেধ । xరి সত্ত্বগুণে তত্ত্বজ্ঞান করতলে মুক্তি । অতএব হরি ভজ এই সার যুক্তি ॥ সত্য সভ্য এই সত্য আরো সত্য করি । সর্ব্বশাস্ত্রে বেদ মুখ্য সর্ব্বদেবে হরি ॥ বেদে রামায়ণে অীর সংহিতা পুরাণে । আদি অন্তে মধ্যে হরি সকলে বাখানে । এত শুনি শৌনকাদি লাগিলা কহিতে । কি কহিল ব্যাসদেব ন পারি সহিতে ] নয়ন মুদিয়া দেখ বিশ্ব তমোময়। ইথে বুঝি ব্রহ্মরূপ তম বিনা নয় ॥ তমোগুণে অহঙ্কার দোষ কিবা দিবে। অহঙ্কার নহিলে কি ভেদ ব্রহ্ম জীবে ॥ সত্ত্বরজঃ প্রভাব ক্ষণেক বিনা নয় । তমের প্রভাব দেখ চিরকাল রয় ॥ রজোগুণে সৃষ্টি তাহে কেবল উদ্ভব। সত্ত্বগুণে পালন বিবিধ উপদ্রব ॥ তমোগুণে প্রলয় কৈবল্য পরিণামূ। বুঝহ লক্ষণে আঁর মোক্ষু কার নাম । রজোগুল কেমার যেনে সত্ত্বগুণে । তমোগুণে জর gদখ গুরু কোটিগুণে ॥ রজোগুণে বিধি তার নাভিতটে"স্থান । সত্ত্বগুণে বিষ্ণুর হৃদয়ে অধিষ্ঠাম ॥ তমোগুণে শিব তার ললাটে অtলয় । ভাবি দেখ তমোগুণ কত উচ্চ হয় |