পাতা:অন্নদামঙ্গল.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিসঙ্কীর্ত্তন। ››ዓ জয় শান্তকালিয় রাধিকাশ্রিয় নিত্য নিষ্ক্রিয় মোচন। জয় সত্য চিন্ময় গোকুলালয় . দ্রৌপদীভয় ভঞ্জন ॥ 'ऊग्न हैनदकौशृउ মাধবাচুত শঙ্করস্তুত বামন। জয় সর্ব্বতোজয় সজ্জনোদয় .ভারতাশ্রয় জীবন ! হরিসঙ্কীর্ত্তন। এই রূপে ব্যাস গিয়া বারাণসী প্রবেশিয়া আহ্মদিকেশবেরে প্রণমিয়া । সংহতি বৈষ্ণবগণ হরিনাম সঙ্কীর্ত্তন নানারসে নর্মচয়া গাইয়l I . কীর্ত্তনিয়াগণ সঙ্গে গান করে নানারঙ্গে বাল্য গোষ্ঠ দানবেশ রাস। পুর্ব্বরঙ্গ প্রসোদার মাথুর বিরহ আর হরিভক্তি যাহাতে প্রকাশ ॥ বাজে খোলী করতাল কেহ বলে ভাল ভাল কেহ বৰ্গদে ভাবে গদগদ । 劍 বীণা বাঁশী আদি যন্ত্রে বেদ পুরাণাদি তন্ত্রে নানামতে গান বিষ্ণপদ । কীর্ত্তনে গল্লিয়া দৈহ দেয় কেহ কেহ তারেসরে দেয় কোল। উৰ্দ্ধভুজে উৰ্দ্ধপদে কেহ লাচে প্রেমমদে কেহ বলে"হরিহরি বোঙ্গ ॥ গোপকুলে অবতরি যে যে ক্রীড়া কৈলা হরি আদি অন্ত মধ্যে সে সকল ।