পাতা:অন্নদামঙ্গল.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাসের শিঘনিন্দ ১২১ সত্য সত্য এই সত্য কহি সত্য করি । সর্ব্বশাস্ত্রে বেদ সীর সর্বদেবে হরি ॥ হর আদি আর যত ভোগের গোঁসাই। মোক্ষদাতা হরি বিনা আর কেহ নাই ॥ এই বাক্যে ব্যাস যদি নিন্দিলা শঙ্করে। শিবের হইল ক্রোধ নন্দি মাগুসরে । ক্রোধদৃষ্টে নন্দী যেই ব্যাসেরে চাহিল। ভুজস্তম্ভ কণ্ঠরোধু ব্যাসের হইল । চিত্রের পুত্তলি প্রায় রহিলেন ব্যাস । শৈবগণে কত মত করে উপহাস ॥ চারি দিকে শিষ্যগণ কাদিয়া বেড়ায় । কোন মতে উদ্ধারের উপায় না পায় ॥ গোবিন্দ জানিলা ব্যাস পড়িল সঙ্কটে । শিবের অস্তুতে আইলা ব্যাসের নিকটে । বিস্তর ভৎসিয়া বিষ্ণু ব্যাসেরে কহিলা । আমার বন্দনা করি শিবেরে মিন্দিলা । - যেই শিব সেই অনুমি যে আমি সে-শিব । শিবের করিলা নন্দ কি মীর বলিব ॥ শিবের প্রভাব বলে আমি চক্রধারী। শিবের প্রভাব হৈতে লক্ষ্মী মোর নারী ॥ শিবেরে যে নিন্দ করে আমি ভারে রুষ্ট। শিবেরে যে পূজা করে আমি তীরে তুষ্ট । মোর পূজা বিনা শিবপুজা নাহি হয়। শিবপুজা না করিলে মোর পূজা নয় ॥ >>