পাতা:অন্নদামঙ্গল.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ अन्नप्लोभक्रल । যে কৈল সে কৈল ইতঃপর মান শিবে । শিবস্তব কর তবে উদ্ধার পাইবে ॥ শুনিয়া ইঙ্গিতে ব্যাস কহিলা বিষ্ণুরে। কেমনে করিব কৃতি বাক্য নাহি স্কুরে । গোবিন্দ ব্যাসের কণ্ঠে অঙ্গুলি ছুইয়া । বৈকুণ্ঠে গেলেন কণ্ঠরোধ ঘুচাইয়া । শঙ্করে বিস্তর স্তুতি করিলেন ব্যাস । কতেক কহিব কাশীখণ্ডেতে প্রকাশ ৷ প্রত্যক্ষ হইয়া নন্দী ব্যাসে দিলা বর । যে স্তব করিল ইথে বড় তুষ্ট হর । এই স্তব যে জন পড়িবে একমনে । ধর্ম্ম অর্থ কাম মোক্ষ হবে সেই জনে ॥ এত শুনি ব্যাসদেব পরম উল্লাস । ভদবধি শিবভক্ত হইলেন ব্যাস । মুছিয়া ফেলিল হরিমন্দিরতিলকে । অৰ্দ্ধচন্দ্রফেঁটা কৈলা কপালফলকে । ছিড়িয়া তুলক্ষ্মীকণ্ঠী লন্থিমালা যত। পরিলা রুদ্রণক্ষমালা শৈব্যান্থগভ | ফেলিয়া তুলসীপত্র বিল্বপত্র লীয় । ছাড়িল হরির গুণ হরপ্তণ কয়ে । ব্যাস কৈলা প্রতিজ্ঞ যে হৌক পরিণাম । অদ্যাবধি আর না লইব হরিনাম । এই রূপে ব্যাসদেব কাশীতে রহিলা । অন্নদামঙ্গল দ্বিজ ভারত রচিলা ॥