পাতা:অন্নদামঙ্গল.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীতে-শাপ । ১২৫ কেহ বলে যাও মেনে মুখ না দেখাও । কেহ বলে আপুনার নামটি লুকাও ৷ এইরূপে গৃহস্থের সঙ্গে গণ্ডগোল । ক্ষুধায় ব্যাকুল ব্যাস হৈন্তু উতরোল । পাড়া পাড় ঘরে ঘরে ফিরিয়া কিরিয়া । শিষ্যগণ ঠাই ঠাই পড়িছে ঘুরিয়া । আশ্রমে নিশ্বাস ছাড়ি চলিলেন ব্যাস। শিষ্য সই সে দিন করিল উপবাস ॥ পরদিন ভিক্ষাহেতু শিষ্য পাঠাইলা । , ভিক্ষা না পাইয়া সবে ফিরিয়া আইলা ॥ মহাক্রোধে ব্যাসদেব অজ্ঞান হইল। শ কাশীখণ্ডে বিখ্যাত কাশীতে শাপ দিলা । অজ্ঞা দিলা কৃষ্ণচন্দ্র ধরণী ঈশ্বর । রচিল ভারতচন্দ্র রায় গুণাকর } কাশীতে শাপ । আীমারে শঙ্করদয়। কর হে । শরণ লয়েছি শুনি দয়ার্কর হে ] তুমি দীনদয়াময় মামি দীন অতিশয় তবে কেন দয়া নয় দেখিয়া কাতর হে ॥ তব পদ আশুতোষ পদে পদে মোৱ দোষ জানি কেন কর রোষ পামর উপর হে ॥ পিশাচে তোমার প্রতি মোর পিশাচের রীতি