পাতা:অন্নদামঙ্গল.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ অন্নদামঙ্গল । তবে কেন মোর নীতি দেখে ভাব পর হে ॥ ভারত কাতর হয়ে ডাকে গিব শিব কয়ে . ভবনদী পারে লয়ে দূর কর ডর হে ॥ ধন বিদ্যা মোক্ষ অহঙ্কারে কাশীবাসী । আমারে না দিল ভিক্ষা আমি উপবাসী । তবে আমি বেদব্যাস এই দিকু শাপ। কণশীবাসিলোকের অক্ষয় হবে পাপ । অন্যত্র যে পাপ হয় তাহ খণ্ডে কাশী । কাশীতে যে পাপ হবে "হবে অবিনাশি ॥ ক্রমে তিন পুরুষের বিদ্যা ন হইবে। ক্রমে তিন পুরুষের ধন না রহিবে | ক্রমে তিন পুরুষের মোক্ষ না হইবে । যদি দুদ সত্য তবে অন্যথা নহিবে | শাপ দিয়া পুনরপি চলিলা ভিক্ষায় । ক্তিক্ষ না পাইয়। বড় ঠেকিলেন দায় ॥ ঘরে ঘরে ফিরি ফিরি ভিক্ষা না পাইয়া। আশ্রমে চলিলা ভিক্ষাপাত্র ফেলাইয়া ॥ হেন কালে অন্নপূর্ণ দেখিতে পাইলা । বgসদেবে অন্ন দিতে আপনি চলিলা ॥ জগতজননী মাতা সবারে সমান। শক্তিরূপে সকল শরীরে অধিষ্ঠান ৷ আকাশ পবন জল অনল অবনি । , সকলে সমান যেন অন্নদা তেমনি | t