পাতা:অন্নদামঙ্গল.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্নদার মোহিনীৰূপ । >Rసె অকলঙ্ক হইতে শশাঙ্ক আশা লয়ে । পদ নখে রহিয়াছে দশরূপু হয়ে । 'মুকুতা যতনে তস্থ সিন্দূরে মজিয়া । হার হয়ে হারিলেক বুক বিষ্কাইয়া। বিননিয়া চিকণিয়া বিনোদ কবরী। ধরাতলে ধায় ধরিবারে বিষধর । চক্ষে জিনি মুর্গ ভালে মৃগমদ বিন্দু। মৃগ কেঞ্চলে করিয়া কলঙ্ক হৈল ইন্টু ॥ অরুণেরে রঙ্গ দেয় অসুর রঙ্গিম । চঞ্চল৷ চঞ্চল দেখি হস্যের ভঙ্গিম ৷ রতন কঁচুলী শাড়ী বিজুলী চমকে। মণিময় অগভরণ চমকে ঝমকে ] কথায়-পঞ্চম স্বর শিথিবীর আশে । বীকে বীকে কোকিল কোকিল চারি পাশে | কঙ্কণঝঙ্কার হৈতে শিখিতে ঝঙ্কার বীণকে বীকে ভ্রমর ভ্রমরী অনিবার | চক্ষুর চলন দেখি শিখিতে চলনি। বঁাকে বাকে নাচে কাছে খঞ্জন খঞ্জনী । নিরুপম সে রূপ কিরূপ কব আমি । যে রূপ দেখিয়d কামরিপু হন কামী | এই রূপে অন্নপূর্ণ সদয় হইয়া"। দেখা দিলা ব্যাসদেবে নিকটে আসিয় ॥ মায়াময় একখানি পুরী নির্ম্মাইয়া । অতিবৃদ্ধ করি হরে তাহাতে রাখিয়া !