পাতা:অন্নদামঙ্গল.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> うe अन्नप्नो भक्रव्न् । আপনি দাড়ীয়ে দ্বারে পরমসুন্দরী । কহিতে লাগিল| ব্যাসে ভক্তিভাৰ করি । শুন ব্যাসর্গোসাই আমার নিবেদন। নিমন্ত্রণ মোর বাড়ী করিব ভোজন ॥ বৃদ্ধ মোর গৃহস্থ অভিথিভক্তিমান। অতিথি সেবন বিন জল নাহি খান ॥ তপস্বি তোমারে দেখি অতিথি ঠাকুর । ত্বরায় আইস বেলা হইল প্রচুর ॥ শুনিয়া ব্যাসের মনে অtলন্দ হইল । কোথা হৈতে হেন জন কাশীতে আইল । অন্ন বিনা তিন দিন মোর উপবাসি । কোথা হৈতে পুণ্যরূপ উত্তরিলা আসি । নিরুপমরূপ তুমি নিরুপমবয়। নিরুপমগুণ তুমি নিরুপমদয় ॥ তখনি পাইকু ভিক্ষা কহিলা যখনি। পরিচয় দেহ মোরে কে বট আপনি । বিষ্ণুর বৈষ্ণবী কিবা ভবের ভবানী । । ব্রহ্মার ব্রহ্মাণী কিবা ইন্দ্রের ইন্দ্রাণী । দেখিয়াছি এ সকলে সে সকলে জানি । ততোহধিক প্রভা দেখি ভাই অম্বুমানি । শুনিয়াছি অন্নপুর্ণ বাশীর ঈশ্বরী। সেই বুঝি হবে তুমি হেন মনে করি । প্রতিঘরে ফিরি ভিক্ষ নাহি পায় যেই । অন্নপূর্ণ বিনা তারে অন্ন কেবা দেই ।