পাতা:অন্নদামঙ্গল.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাসের কাশীনির্ম্মাণোদ্যোগ। ১৩৭ বিধাতা সবার বড় তাহারে করিব দড় . যাহা হৈতে সকলের সুষ্টি । তিনি পিতামহ হন সন্তানে বিমুখ নন অবশ্য দিবেন কৃপাদৃষ্টি । র্তীরে তুষি তপস্যায় . বর মাগি তার পায় সকল পাইব যথা বসি । পুরী করি মোক্ষধাম জাগাইৰ নিজ নাম নামখুব ব্যাসবারাণসী ৷ গঙ্গ1 মহাতীর্থ জানি গঙ্গারে এখানে আনি আগে ত গঙ্গার কাছে যাই । গঙ্গা সে শিবের পুজি মোক্ষ কপাটের কুজি গঙ্গারে অবশ্য অীন চাই ৷ গঙ্গাগঙ্গা মোক্ষধম জানিত কে তার নাম আমা হৈতে তাহার প্রকাশ । আমি যদি ডাকি তারে অবশ্য জাসিতে পারে ইথে কিছু নাহি অবিশ্বাস ॥ t এত করি আহমান, গঙ্গারে আনিতে যান বেদব্যাস মহাবেগবান H গঙ্গার নিকটে গিয়া ধ্যান কৈল দাড়াইয়া গঙ্গা আসি কৈলা অধিষ্ঠান । কৃষ্ণচন্দ্র নরপতি করিলেন অনুমতি রচিবারে অন্নদামঙ্গল । ভারত সরস ভণে শুন সবে এক মনে র্যাসদেব গঙ্গার কন্দল ।