পাতা:অন্নদামঙ্গল.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গঙ্গাকৃত ব্যাসতিরস্কার। ১৪৩] - সংসারে যতেক নারী মোর অংশ তারা। শিবঅংশ সংসারে পুরুষ,আছে যারা ॥ প্রকৃতি পুরুষ মারা তুই কি জানিবি। আর কত দিন পড় তবে সে বুঝিবি । আমার জাতির দায় কে ধরিবে তোরে | কোন জাতি তোমার বুঝাও দেখি মোরে । বেদের পঞ্চস্তু দিয়া ভারত পুরাণ । রচিয়াছ আপনি পরমজ্ঞানবান ॥ তাহে কহিয়াছ আপনার জন্ম কর্ম্ম । ভাবিয়া দেখহ দেখি তাহার কি মর্ম্ম | পরাশর ব্রহ্মঋষি তোর পিতা যেই । অবিগীত ব্রাহ্মণ ব্রাহ্মণী জন্য সেই ॥ মৎস্যগন্ধা দাসকন্যা ব্রাহ্মণীত নহে । তার গর্ভে জন্ম তোর ব্রাহ্মণ কে কহে ॥ পবtশর অপসর তোর জন্ম দিয়া । শান্তনু তোমার মায়ে পুন কুৈল বিয়া ॥ বৈপিত্র দু ভাই তাহে জন্মিল তোমার । একটি বিচিত্রবীর্য্য চিত্রাঙ্গদ আর ॥ অম্বালিক-অম্বিকা বিবাহ কৈল তারা । যৌবনে মরিল দুটি বউ রৈল সারা । o পুত্র হেতু সত্যবতী তোমার জননী। তোমারে দিলেন আজ্ঞ যেমন আপনি } তুমি রগু ভ্রাতৃবধূ করিয়া গমন। জন্মাইল ধৃতরাষ্ট্র পাণ্ড দুই জন ।