পাতা:অন্নদামঙ্গল.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(S83 अन्नप्रेमक्रव्न् । কুষ্ঠী মাদ্রী দুই নারী পাণ্ড কৈল বিয়া । সম্ভোগে রহিত হৈল শাপের লাগিয়া ॥ ভেবে মরে কুন্তী মাত্রী করিব কেমন। তুমি তাহে বিধি দিলা আপনি যেমন ॥ ধর্ম্ম বায়ু ইন্দ্র আর অশ্বিনীকুমার। উপপতি হৈতে পাঁচ পুত্র হৈল ভার। যুধিষ্ঠির ভীম আর অর্জুন নকুল। সহদেব এই পঞ্চ পাণ্ডব অতুল ॥ " তুমি তাহে আপনার মত বিধি দিয়া । পাঁচ বরে এক দ্রৌপদীরে দিলে বিয়া ॥ ব্রহ্মশাপ কি দিবি কি তোরে মোর ভয় । ব্রহ্মশাপ সেই দেয় ব্রাহ্মণ যে হয় ॥ ব্রহ্মশাপ কিবা দিবি কে তোরে ডয়ায় । ব্রহ্মহত্যা আদি পাপ মোর নামে যায় । তুই কি জানিবি ব্রহ্মা তোর পিতামহ। সে জানে মল্লিম কিছু তারে গিয়া কহ ॥ এত বলি ক্রোধে গঙ্গ। কৈলা অন্তৰ্দ্ধান। গালি খেয়ে ব্যাসদেব হৈলা হতজ্ঞান ॥ ভারত কহিছে ব্যাস থিরি ধিরুিধিরি। গিয়াছিল। যথা হৈতে তঞ্চ গেল ফিরি। দীনদয়াময়ী দেবী দয়াকর দীনে। দারিদ্র্য দুৰ্গতি দূর কর দিনে দিনে ॥ ধর্ম্ম তার ধরা তার ধন তার ধান । ধ্যানে ধরে যে ভোমণরে সেই সে ধীমান }