পাতা:অন্নদামঙ্গল.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

× ×8y) उपन्नम्हांगक्रव्न । এ সঙ্কট ঘৈণরে তার যদি মোরে তবেত তোমারি হব। ত্রিদেবে ছাড়িয়া ব্রহ্মপদ দিয়া তোমারে পুরাণে কব ॥ বিশাই শুনিয়া কহিছে হাসিয়া তুমি নাহি পার কিবা। ব্যাসবারাণসী গড়ি দেখ বসি আমারে ব্রহ্ম করিব ॥ যে হয় পশ্চাৎ দেখিবে সাক্ষাৎ মোরে পুরীভার লাগে। কাশীর ঈশ্বর খ্যাত বিশ্বেশ্বর তার পুরী গড়ি আগে । বিশ্বেশ্বর নাম সর্ব্বশুভধাম বিশাই যেই কহিল । দৈব রুষ্ট যার বুদ্ধি নাশে তার ব্যাসের ক্রোধ হইল ॥ আরে রে বিশাই তুইত বালাই কে বলে আনিতে তায় । এ বড় প্রমাদ যার সঙ্গে বাদ তাহারে আনিতে চায় ॥ সতয় অন্তর নহ স্বতন্তর ভয়েতে সবারে মান । নানাগুণ জানি যারে তারে মানি বেগার খাটিতে জান ॥ তপোবলে কাশী দেখ পরকাশি দূর হরে দুরাচার। তোর গুণধর যত কারিকর হইবে দুঃখী বেগার । বিশাই শুনিয়া কহিছে হাসিয়া বড় ভ্রান্ত তুমি ব্যাস। শিবেরে লজিঘব কাশী প্রকাশিব কেন কর হেন আশ ॥ নাহি জন তত্ত্ব নাহি বুঝ সত্ত্ব শিব ব্রহ্ম সনাতন । অজাত অমর অনন্ত অজর আদ্য বিভু নিরঞ্জন । কার্য্য সাধিবারে এই যে আমারে এখনি ব্রহ্ম কহিলে। ব্রহ্ম বলিবার কি দেখ আমার কেমনে ব্রহ্ম বলিলে । যtহারে যখন দেখহ দুর্জন তাহারে ব্রহ্ম বলহ। এইরূপে কত কয়ে নানা মত লিখিলা যত কলহ ॥ বিশাই ধীমান গেল নিজ স্থান ব্যাসের হইল দায় । কহিছে ভারত এ নহে ভারত করিবে কথামথায় ॥