পাতা:অন্নদামঙ্গল.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাস ব্রহ্মার কথোপকথন। ›Sና হর হর শঙ্কর সংহর পাপ । জয় করুণাময় নশয় তাপম্ ॥ রঙ্গ তরঙ্গিত গাঙ্গ জটাচয়-অর্পয় সৰ্পকলাপস্ ॥ মহিষবিষণেরবেণ নিবারয় মম রিপুশমনলুলাপম্ ॥ নিগদতি ভারতচন্দ্র উমাধব দেহি পদং দুরবাপম । ব্রহ্মার করিলা'ধ্যান ব্যাস তপোধন। অবিলম্বে প্রজাপতি দিলা দরশন ॥ " আপন দুর্দশ। আর শিবেরে নিন্দিয় । বিস্তর কহিলা ব্যান্স কান্দিয়া কান্দিয় ॥ স্নেহেতে চক্ষুর জল অঞ্চলে মুছিয়া । কহিছেন প্রজাপতি পিরীতি করিয়া | তারে বাছা ব্যাস তুমি বড়ই ছাবাল । শিব সঙ্গে বাদ কর এ বড় জঙ্গল ॥ কাশীতে द्वैश्ण्डि শিব না দিলে না রবে ; তীর সঙ্গে বাদে তোমা হৈতে কিবা হবে | শিবনাম জপ করযেথা সেথু বসি৷ যেখানে শিবের নাম সেই বারাণসী ৷ তুমি কি করিব কাশী লজিয়া উহারে , কাশীপতি বিন কাশী কে করিতে পারে। শিব লজি আমি কি,হইব বরদাতা । আমি যে বিধাতা শিব আমারো বিধাত ॥ আমার আছিল বাছা পাচটি বদন । এক মাথা কাটিয়া লইলা পঞ্চানন |