পাতা:অন্নদামঙ্গল.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্নদামঙ্গল । ¢۰دا ' খাইখেন কেবা কত সবে হৈল বুদ্ধিহত অন্নপূর্ণ কহেনু কি চাও । অন্ন ব্যঞ্জনের রাশি ক্তে রাখিবে করি বাসি খেতে হবে খাও খাও খাও ৷ এইরূপে অন্নপূর্ণ খেলারসে পরিপূর্ণ নারীভাবে পতি পুত্র লয়। ব্যাসের তপের গtছ অন্নদীর লয়ে ?ttg ফলিলেক বিযবৃক্ষ হয়ে । , ব্যাস জপে অনশনে অন্নদা জানিলা মনে ব্যাসের তপের অল্পবলে । কপালে টনক নড়ে হাতে হৈতে হতে পড়ে উছট লাগিয়া পদ টলে | দুৰ্দৈব যখন ধরে ভাল কর্ম্ম মন্দ করে অন্নদার উপজিল রোষ । অনুগ্রহ গেল নাশ নিগ্রহে ঠেকিলা ব্যাস ভাগ্যবশে গুণ হৈল দোষ | ভাবে বুঝি ক্রোধত্বর জিজ্ঞাসা করিলা হর কেন দেবি দেখি ভাবান্তর । অন্নদা কহেন হরে ব্যাসমুনি তপ করে অনশন কৈল বহুভর। তুমি ঠাই নাহি দিলে কাশী হৈতে খেদাইলে তাহাতে হয়েছে অপমান । করিতে দ্বিতীয় কাশী হইয়াছে অভিলাষী সেই হেতু করে মোর ধ্যান ।