পাতা:অন্নদামঙ্গল.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যাসের প্রতি দৈববাণী । S☾Ꮔ অন্ন বিনা শিষ্য সহ উপবাসী ছিলে । । আমি গিয়া অন্ন দিহু তেঁই সে বাচিলে ॥ মোর উপরোধে তোরে মহেশ ঠাকুর। নষ্ট না করিয়া কৈলা কালী হৈতে দুর। আমি দিহ বর চতুর্দশী অষ্টমীতে। মণিকর্ণিকার স্কুনে পাইবে আসিতে ॥ এইরূপে আমি তোরে বরদান দিয়া । সে দিন”রুদ্রের ক্রোধে দিম বাচাইয়া ॥ তথাপি শিবের সঙ্গে করিয়া বিরোধ। কাশী করিবারে চাঁহ এ বড় দুর্ব্বোধ । আমার দ্বিতীয় কিম্ব দ্বিতীয় শুলির। যদি থাকে তবে হবে দ্বিতীয় কাশীর ॥ ইতঃপর ভেদ দ্বন্দ্ব ছাড়হ সকল । জ্ঞানের সুন্ধান কর অজ্ঞানে কি ফল । হরি হর বিধি তিন আমার শরীর। অভেদে যে জন ভজে সেই ভক্ত ধীর ॥ । তুমি কি জানিবুে তত্ত্ব কি শক্তি তোমার। নিগম আগম আদি কেবা জানে পার ॥ অযোগ্য হইয়া কেন বাড়াও উৎপাত , খুঁয়ে তাতি হয়ে দেহ তযুরেতে হাত । করিবে দ্বিতীয় কুণশ না কর এ আশ। অভিমান দূর করি চল নিজ বাস । আমার আজ্ঞায় চতুর্দশী অষ্টমীতে। মণিকর্ণিকার স্নানে পাইবে অসিতে ॥ >8 •