পাতা:অন্নদামঙ্গল.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসুন্ধরে অন্নদার শাপ । > ○N দেখ দেখি মহাশয় সম্ভোগে কি সুখ হুয় তোমায় আগমণয় গলে দিলে | মালা গাথি এই ফুলে দিয়া দেখ মোর চুলে মেঘে যেন বিজুলী খেলিবে"। বিপরীত রতি রঙ্গে পড়িলৈ তোমার অঙ্গে ভগব দেখি কিবা শোভা দিবে ॥ এইরূপে বসুন্ধর বিন্ধিয়া কটাক্ষ শরে বসুন্ধর মোহিত করিল। কিবা করে ধ্যানে জ্ঞানুে যে করে কামের বাণে বসুন্ধর মদনুে মাতিল । সেই ফুলে শয্যা করি সেই ফুলে মালা পরি, রতি রসে দুজনে রহিল। এথায়,যক্ষের পতি অন্নদাপুজয় মতি একমনে ধ্যান অণরম্ভিল ॥ সংহতি বিজয় জয় কুবেরে কুরিয়া দয়া অন্নদা করিল। অধিষ্ঠান । দেখিয়া পুষ্পের ব্যাজ কুবের যক্ষের রাজ সভয় হইল্ড কম্পমান। অন্নদা অস্তুরে জানি কুবেরে নিকটে আনি দয়ায় অভয়দান দিলা। বসুন্ধর বসুন্ধর বান্ধি,আনিনার তরে ডাকিনী যোগিনী পাঠাইলা । ডাকিনীযোগিনীগণ প্রবেশিয়া কুঞ্জবন বসুন্ধর বসুন্ধরে ধরে ।