পাতা:অন্নদামঙ্গল.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৬ अप्रैक्रोभक्रठन् । এমন দুখিনী আমি আমারে কে ডাকে। সুখী লোক আমার বাতাসে নাহি থাকে। যে বল সে বল আমি যাব নাহি কাছে । অভাগীর কাছে বল কিবা কার্য্য আছে ॥ বড়ই দুঃখিনী এই অন্নদা জানিলা । কাছে গিয়া আপনি যাচিয় বর দিলা । আমার আশিষে তুমি পুত্রবর্তী হবে। সেই পুত্র হৈতে তুমি বড় সুখে রবে ॥ ধন ধান্যে পরিপূর্ণ হইবেক ঘর। কুলীন কায়স্থ সব দিবে’কন্যা বর ॥ অন্নপূর্ণ ভবানীরে তুষিও পুজায় । হইবেক নাম ডাক রাজায় প্রজণয় | মায়াময় ক্রফলের ফুল দিলা হাতে । বীজরুপে বসুন্ধরে রাখিলা তাহাড়ে । কাণে কাণে কহিলেন যতনে রাখিবে । ঋতুস্নান দিলে ইহা বাটিয়া খাইবে ॥ এতেক স্বলিয়। দেবী কৈলু অন্তৰ্দ্ধান । দেখিতে না পেয়ে রাম হৈল হতজ্ঞান ॥ ক্ষণেকে সম্বিত পেয়ে লাগিলা কান্দিতে। হয়ে রে দুরুিণ বিধি নারুিম চিনিতে । পেয়েছিহ মাণিক আঁচলে না বান্ধিহ। নিকটে পাইয়া নিধি হেলে হারাইনু ॥ কেমন দেবতা মেনে দেখা দিয়াছিলা । অভাগীর ভাগ্যদোষে পুন লুকাইলা ।