পাতা:অন্নদামঙ্গল.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিহোড়ের বৃত্তান্ত। >७१ হরিষ বিষাদে রামা গেলা নিজtলয় । দেবীর দয়ায় ঋতু সেই দিনে হয় । স্নানদিনে সেই ফুল ৰাটিয়া খাইল । পতিসঙ্গে রতিরঙ্গে গর্ভিণী হইল । শুভক্ষণে বসুন্ধর কৈল গর্তবাস। এক দুই তিন ক্রমে পুর্ণ দশ মাস ॥ গর্ভ বেদনায় হৈল পদ্মিনী কাতর। দ্রুত হয়ে বসুন্ধর ধরে বসুন্ধর ॥ " পুত্র দেথিজমুখ রাঁখিনার নাহি ঠাই । ধরি তোলে তাপ •দেয় হেন জন নাই ॥ অtপনি দিলেন হুলু নাড়ীচ্ছেদ করি । দুঃখেতে স্মরিয়া হরি নাম দিলা হরি ॥ আজ্ঞা দিলা কৃষ্ণচন্দ্র ধরণীঈশ্বর । রঙ্গিল তারতচন্দ্র রায় গুণাকর ॥ হরিহোড়ের বৃত্তান্ত। অঙ্গদার দাস হয়ে হরিহোড় নাম লয়ে বসুন্ধর ভূমিষ্ঠ হইল। দেখিয়া পুত্রের মুখ বিষ্ণুহোড় পায় মুখ পদ্মিনীর আনন্দ বাড়িল । ষষ্ঠীপূজা হৈল সায় ছয় মাসে অল্প খায় যুবা হৈল নানা দুঃখ পায়ে । ৰনে মাঠে বেড়াইয়া কাঠ ঘুটে কুড়াইয়। বেঢ়িয়া পোষয়ে বাপ মায়ে ॥