পাতা:অন্নদামঙ্গল.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>S) ゲ অন্নদামঙ্গল । এক দিন শুন্য পথে অন্নপূর্ণ সিংহরথে কুতুহলে ভ্রমিতে ভ্রমিতে। . জয় বিজয়ীর সঙ্গে কথোপকথনরঙ্গে হরিহোড়ে পাইলা দেখিতে ॥ মনে হৈল পূর্ব্বকথা আপনি আসিয়া তথা মায়া করি হইলেন ब्रूौ । কাঠ খড় জড়াইয়া সব ঘুটে কুড়াইয়। রাখিলেন ভরি এক বুড়ী। হরিহোড় যেথা যান কাঠ ঘুটেনাহি পান আট দিক অণন্ধীর দেখিল । 'বিস্তর রোদন করি হরি হরি স্মরে হরি বুড়ীটিরে দেখিতে পাইলা ॥_ দেখেন বুড়ীর কাছে ঝুড়িভরা ঘুটে আছে বোঝাবান্ধী কাঠ আছে আয়ু। • হরিহোড় কান্দি কহে বুড়ী মজাইল দহে আজি বড় দেখি অনুপায় । কোথা হৈতে আসি বুড়ী ঘুটে লয়ে ভরে ঝুড়ী সর্ব্বনাশ করিল আর্মার। t কাড়ি নিলে হবে পাপ বুড়ী পাছে দেয় শাপ এ দুঃখের নাহি দেখি পার । বৃদ্ধ পিতা মাতা ঘরে , श्रांडूल অমের তরে ঘুটে বেচা আমার সম্বল । কিছু ঘুটে না পাইহ মিছ বেলা মজাইহ এ ছণর জীবনে কিবা ফল ॥