পাতা:অন্নদামঙ্গল.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিহোড়ে বরদান । ১৭৩ আমার পুজার ফলে বড় সুখে রবে । মাটিমুটা ধর যদি সোণামুট হৰে ॥ দেবীর অমৃতুবাক্যে পাইয়া আনন্দ । প্রণমিয়া হরিহেগড় दतां श् मन्तः ॥ অন্নপুর্ণ অবতীর্ণ অধমের ঘরে । কেমনে এমন হবে প্রত্যয় কে করে | বিধি বিষ্ণু বিরিঞ্চি বাসব আদি দেবে। দেখিতে না পায় যীরে ধ্যান করি সেবে l ধর্ম্ম অর্থ কাম মোক্ষ যার নামে হয় । র্তারে আমি দেখ্রিব কেমনে মনে লয় ॥ শুনিয়াছি কাশীতে উপহার অধিষ্ঠান । সেই মুর্ত্তি দেখি যদি তবে সে প্রমাণ ॥ নহে 'হেন অসম্ভবে কে করে প্রত্যয় । ভেলকীতে কত ভাত যুটে সোণ হয় । হাসিয়া কহেন দেবী দেখ রেৎচাহিয়া । বসিলেন অন্নপুর্ণমুরতি ধরিয়া । মণিময় রক্তপদ্মে পদ্মাসনু হয়ে, দুই হাতে পাদপত্রে রত্নহাত লয়ে ॥ কোটিশশী জিনি মুখ অৰ্দ্ধশশী ভালে । শিরে রত্নমুকুট কবরী কেশজালে ॥ " পঞ্চমুখ সম্মুখে নাচেন অন্ন খেয়ে । ভূমে পড়ে হরহোঁড় একবার চেয়ে । মুচ্ছিত দেখিয়া হরিহোড়ে হরপ্রিয়া । প্রৰোধিয়া দিলা বর রূপ সম্বরিয়া ॥