পাতা:অন্নদামঙ্গল.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসুন্ধরার,জন্ম । ›ፃ¢ আজ্ঞা দিলা কৃষ্ণচন্দ্র ধরণী ঈশ্বর। রচিল ভারতচন্দ্র রায় গুণাকর ॥ বসুন্ধরার জন্ম । এইরূপে হরিহেড়ি পেয়ে ধন বর। ধন ধান্যে পরিপূর্ণ কুবেরসেসর ॥ কুলীন মৌলিক যত কায়স্থ আছিল। নানামতে ধন দিয়া সকলে তুষিল । ঘটক পাইয়া ধন গাইল ঠাকুর । বাহত্তরে গালি ছিল তাহ গেল দুর। ঘোষ বসু মিত্র মুখ্য কুলীনের কন্যা। বিবাহ করিল তিন রূপে গুণে ধন্য । পিতা মাতা স্থত ভ্রাত কন্যা বধূগণ । জামাই বেহাই লয়ে ভুঞ্জে নানা ধন ॥ অন্নপূর্ণ ভবানীরে প্রত্যহ পুজুিয়া । রাখিলেক কিছু দিন অচলা করিয়া । ভাবেন অন্নদা দেবী কি করি এখন । স্বৰ্গে লব বস্থঙ্কর করিয়া কেমন । শাপ দিতে হইবেক কুবেরনন্দনে। জনম লইবে সেই মরতভুবনে । ভবানন্দ মজুদার হইবেক নাম । তার ঘরে হইবেক করিতে ৰিশ্রণম | ইহারে ছাড়িতে নারি না দিলে বিদায় । কহ লো বিজয় জয়া কি করি উপায় ।