পাতা:অন্নদামঙ্গল.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪
অন্নদামঙ্গল।


গলিতরুধিরধারা মুণ্ডমালা গলে।
গলিতরুধির মুণ্ড বামকরতলে॥
আর বাম করেতে কৃপাণ খরশাণ।
দুই ভুজে দক্ষিণে অভয় বর দান॥
লোল জিহ্বা রক্তধারা মুখের দুপাশে।
ত্রিনয়ন অর্দ্ধন্দ্র ললাটে বিলাসে॥ ১।
দেখি ভয়ে মহাদেব ফিরাইলা মুখ।
তারা রূপ ধরি সতী হইলা সম্মুখ॥
নীলবর্ণা লোলজিহ্বা করালবদনা।
সর্পবান্ধা ঊর্দ্ধ এক জটা বিভূষণ।
অর্দ্ধচন্দ্র পাঁচ খানি শোড়িত কপাল।
ত্রিনয়ন লম্বোদর পুরা বাঘছাল॥
নীলপদ্ম খড়গ কাতিসমুণ্ড খর্পর।
চারি হাতে শোভে আরোহণ শিবোপর॥ ২।
দেখি ভয়ে পলাইতে চান পশুপতি।
রাজরাজেশ্বরী হয়ে দেখা দিলা সতী॥
রক্তবর্ণা ত্রিনয়না ভালে সুধাকর।
চারি হাতে শোভে পাশাস্কুশ ধনুঃশর॥
বিধি বিষ্ণু ঈশ্বর মহেশ রুদ্র পঞ্চ।
পঞ্চপ্রেতনিরমিত বসিবার মঞ্চ॥ ৩॥
দেখিয়া শঙ্কর ভূয়ে মুখ ফিরাইলা।
হইয়া ভুবনেশ্বরী সতী দেখা দিলা॥
রক্তবর্ণা সুভূষণ আসন অম্বুজ।
পাশাস্কুশ বরাভয়ে শোভে চারি ভুজ॥