পাতা:অন্নদামঙ্গল.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারদের গান | 33 ঘটক হইয়ু তুমি হিমালয়ে যাও । উমা সহ মহেশের বিবাহ ঘটাও ৷ একেত নারদ আরো বিষ্ণুর আদেশ । শিবের বিবাহ তাহে বাড়িল আবেশ | জনকের জননীর দেখিব"চরণ । আর কবে হব হেন ভাগ্যের ভাজন । মাজিয়া বাণীর তার মিশাইয়া ভান। ভারত্বের অভিমত গৌরীগুণ গান ) নারদের গণন । জয় দেৰি জগন্ময় দীনদয়াময়ি শৈলসুতে করুণানিকরে ॥ জয় চণ্ডবিনাশিনি - মুগুনিপাতিনি দুর্গবিঘাতিনি মুখ্যতরে । জয় কালি কপালিনি মস্তক মালিনি খপরধারিণি শূলধরে। জয় চণ্ডি দিগম্বরি ঈশ্বরি শঙ্করি কৌষিকি ভারতভীতিহরে। শিববিবাহের সম্বন্ধ। এরূপে নারদ মুনি বীণা বাজাইয়। উত্তরিলা হিমালয়ে নাচিয়া গাইয়া । দেখেন বাহিরে গৌরী খেলিছেন রঙ্গে । চৌষটি যোগিনী কুমারীর বেশ সঙ্গে ।