পাতা:অন্নদামঙ্গল.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@ R अन्नाक्रोमञ्जुन् । নিজগণ লয়ে বর যাত্র হয়ে চলিলা যত অমর। অঙ্গর নাচিছে কিন্নর গাইছে পুলকিত মহেশ্বর ॥ ব্রহ্মা পুরোহিত চলিলা ত্বরিত বরকর্ভ নারায়ণ । ইন্দ্রের শাসনে মরুত ভুবনে চলে যত রাজগণ । কুবের ভাণ্ডারি যক্ষগণ ভারি নানা আয়োজন সাজি । বায়ু করি বল আপনি, অনল হইলা আতস বাজি । নীরদ রসিয়া হাসিয়া হাসিয়া সাজাইতে গেলা বর । বসি ছিল হর উঠিলা সত্বর নীরদ কহে তৎপর ॥ জটাজুটে চূড় সাপে বান্ধ খুড়া মুকুটে কি দিবে শোভা । কি কাজ মুক্তায় হাড়ের মালায় কন্যার মা হবে লোভা ॥ কস্তৃরী কেশরে চন্দনে কি করে ঘন করে মাখ ছাই। কি করে মণিতে যে শোভা ফণিতে হেন বর কোথা পাই ; ফুলম্বালা যত শোভ দিবে কত যে শোভা মুণ্ডের মালে। কাপড়ে কি শোভা জগমনলোভা যে শোভা বাঘের ছালে রথ হস্তী আর কি কাজ তোমার যে ধুড়া বলদ আছে। তোমার যে, গুণ কব কোটি গুণ আমি মেনকার কাছে । অধিক করিয়া সিদ্ধি মিশাইয়া ধুতুরা খাইতে হবে। বাবত বিবাহ না হবে নিৰ্বাহ উপবাস তবে সবে । এরূপ করিয়া বর সাজাইয়া হর লয়ে মুনি যায়। প্রেত ভূর্তগঃ ধায় অগণন অfন্ধীর কৈল ধূলায় । কূপ বুপ ঝাপ দুথ দ্বপদাপ লক্ষ ঝম্প দিয়া চলে । মহা ধুম ধাম হুঁকে হুম হাম জয় মহাদেব বলে । সহজে সবার বিকট আকার সহিতে না পারে অtল । থাবায় থাবায় মসাল নিবায় আন্ধীরে শোভিল ভাল ॥