পাতা:অন্নদামঙ্গল.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\პტe अन्नप्रांभत्रील । শিবের মোহন বেশ । আমার শঙ্কর করুণাকর গো । নিন্দ কর न] ত্রিভুবনে মহেশ্বর ॥ কলকুট পিয়া বিশ্ব বাচাইয়া মৃত্যুঞ্জয় হৈল হর। কপালে অনল শিরে গঙ্গাজল অনলে জলে সোসর। ভালে সুধাকর গলে বিষভর সুধা বিষে বরাবর। ভারত কহিছে মেরে না সহিছে এ শিবে নিন্দে পামর ॥ শিবনিন্দ করিয়া মেনকা মত কহে । দক্ষেরে হইল মনে উমারে নসহে । যে দুঃখে দক্ষের ঘরে ত্যজিলাম কায় । এখানে মেনকা বুঝি ফেলে সেই দায় । হর লয়ে নরলীলা করিবারে চাই । তাহে হয় শিবনিন্দ এ বড় বালাই ॥ কি জানি শিবের মনে পাছে হয় ক্রোধ । কৃপা করি মেনকারে উমা দিলা বোধ । মেনকার হৈল জ্ঞান দেবীর দয়ায় । মনোহর বর হরে দেখিবারে পণয় ॥ জটাজুট মুকুট দেখিলাফলি মণিবালছলি দিব্য বস্ত্রদিব্য পৈতা ফণি ॥ ছাই দিব্য চন্দন বদন কোটি চাদ । মুগ্ধ হৈল সর্ব্বজন দেখিয়া সুছাদ । হরগুণ বরগুণ হৈল এক ঠাই । মেনকা আনন্দে ঘরে লইলা জামাই ॥