পাতা:অন্নদামঙ্গল.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○S उषत्रमांमक्रल । সমুখে ধুইয়া সিদ্ধি মুদিয়া নয়ন। বিজয়ার বীজমন্ত্র জপি পঞ্চানন । অঙ্গুলির অগ্রভাগে অগ্র ভাগ লয়ে। ভবানীর নামে দিল একভাব হয়ে ॥ ছোয়াইয়া চক্ষে মন্ত্র পড়িয়া বিশেষ । একই নিশ্বাসে পিয়া করিলা নিঃশেষ । হুঙ্কার ছাড়িয় বসে মগন হইয়। আকুল হইল বড় নকুল লাগিয়।। নকুল করিব কি রে কহেন,নন্দিরে। ভৃঙ্গী কহে মহাপ্রভু কি আছে মন্দিরে । তাল বলে আজি ঘরে মাত উপস্থিত। মেনকা মেলানী ভার দিয়াছে কিঞ্চিত ॥ হাসিয়া কহেন হর ভাল মোর ভাই । বড় কথা মনে কৈলি আন দেখি ভাই ॥ অসঙ্খ্য মেলানী ভার নকুলে'ডড়িল । সহুচর গণ সবে ভাবিতে লাগিল ॥ শঙ্কর কুহেন নন্দি সবারে ডাকাও । সকলে সিদ্ধির শেষ পরসাদ পাও ॥ সকলে বাটিয়া লও কিঞ্চিত কিঞ্চিত। সারধান কেহ যেন না হয় বঞ্চিত ॥ আজ্ঞামত পুর্ণ করি সকলে পাইলা । নকুলের শেষ নাহি ভাবিতে লাগিলা । ভবানীর কাছে গিয়া নন্দী দেয় লাজ । আগে মাতা তোমার মায়ের দেখ ৰুণজ |