পাতা:অন্নদামঙ্গল.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবের ভিক্ষায় গুমনোদোগ । সকলে নিগুর্ণ কয় ভুলায়ে সর্ব্বস্ব লয় নাম মাত্র রহিয়াছে সার । যত আনি তত নাই না মুচিল খাই খাই কিবা সুখ এ ঘরে থাকিয়া । এত বলি দিগম্বর আরোহিয়া বৃষবর চলিলেন ভিক্ষীর লাগিয়া ॥ শিবের দেখিয়া গতি শিব কন ক্রোধমতি কিcকরিব এক ঘরে রয়ে । বৃথা কেন দুঃখ পাই, বাপের মন্দিরে যাই গণপতি কীর্ত্তিকেয় লয়ে ॥ যে ঘরে গৃহস্থ হেন সে ঘরে গৃহিণী কেন নাহি ঘরে সদা খাই খাই । কি করে গৃহিণীপনে খন খন ঝন ঝনে আসে লক্ষ্মী বেড় বন্ধে নাই ॥ বাণিজ্যে লক্ষ্মীর বাস তাহার অৰ্দ্ধেক চাস রাজসেবা কত খচ মচ - গৃহস্থ আছয়ে যত সকলের ७३ मज्र ভিক্ষণমাগা নৈব চ নৈব চ। হইয়। ৰুিরসমন লয়ে গুহ গজানন হিমালয়ে চললা'অভয়া । ভারত বিনয়ে কয় এমন উচিত নয় নিষেধ করিয়া কহে জয়le ॥ 일한