পাতা:অন্নদামঙ্গল.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিবপ্রতি লক্ষীর উপদেশ। ৮১ লক্ষ্মী বলে মুন্ন নাই আর যাব কার ঠাই डूवप्न उोबिग्ना नाष्ट्रि পাই । গলে সাপ বান্ধি চাই তবু অন্ন নাহি পাই কপালে দিলেক বিধি ছাই ॥ কত সাপ আছে গায় হীভাভেরে নাহি খায় গলে বিষ সেহ নাহি বধে । কপালে অনলপ্রস্থলে সেহ না পোড়ায় বলে না জানি মরিব কি ঔষধে ॥ ঘরে অন্ন নাহি.যার মরণ মঙ্গল তার তার কেন রিলাসের সাদ। যার নারী সুতা স্থত সদা অন্নকষ্টযুত সর্ব্বদা তাহার অবসাদ । দেখিয়া শিবের খেদ - লক্ষ্মী কয়েদিলা ভেদ কেন শিব করহ বিষাদ । অন্নপূর্ণ করে ঘরে সে কান্দে আশ্নের তরে এ বড় মায়ার পরমাদ ॥ গৌরী অন্নপূর্ণ হয়ে জগতের অন্ন লয়ে কৈলাসে পাতিয়াছেন খেল । যতেক ব্রহ্মাণ্ড আছে সকলি তাহার কাছে র্তারে কেন ক্ষরিয়াছ হেলা ॥ আমার যুকতি ধর কৈলাসে গমন কর আমি আদি সকলি সেখানে । তোমারে কবীর তরে আমি আছিলান ঘরে এই আমি যাই সেইখানে ॥