পাতা:অন্নদামঙ্গল.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レペ अबमांशत्रल । এত বলি হরিপ্রিয়া কৈলাসুে রহিল গিয়া শিব গেলা ভাবিয়া চিন্তিয়া । দেখি অন্নদীর ক্রীড়া শিধের হইল ব্রীড়া তত্ত্ব কিছু না পান ভাবিয়া । কত কোটি হরি হর পদ্মাসন পুরন্দর কত কোটি ব্রহ্মাণ্ড মিলিত । সুখে নানা রস খায় স্তুতিপড়ে নাচে গায় দেখি শিব হইল! মোহিত ॥• দেখি কোটি কোটি হুরে স্থাণু স্থাণু হৈলা ডরে অন্নপূর্ণ। অন্তরে জানিয়া । ভারতের উপরোধে বিসর্জন দিয়া ক্রোধে অন্ন দিলা নিকটে আনিয়া । --ബ്--ബ শিবে অন্ন দান । অন্নপূর্ণ দিল শিবেরে অন্ন। অন্ন খান শিব সুখসম্পন্ন ॥ " কারণঅমৃত পুরিত করি। রত্নপানপত্র দিলা ঈশ্বরী। সঘৃত পলান্নে পুরিয়া হাতা। পরশেন হরে হরিষে মাত৷ পঞ্চ মুখে শিব খাবেন কত। পূরেন উদর সাদের মত । পায়সপয়েধি সপসপিয়া । পিষ্টকপূর্ব্বত কচমচিয়া । চুকু চুকু টুকু চুষ্য চুষিয় কচরহ্মচর চর্ক চিবিয়া । লিহ লহ জিহে লেহ লেহিয়া। চুমুকেচকচক পেয় পিয়া । জয় জয় অন্নপুর্ণ বলিয়া। নাচেন শঙ্কর ভাবে ঢলিয়া । হরিষে অবশ অলস অঙ্গে । নীচেন শঙ্কর রঙ্গ তরঙ্গে ॥ লটপট জটা লপটে পায়। ঝর ঝর ঝরে জাহ্লবী তায় ॥