পাতা:অবতার.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సీధి অবতার বুক ধড়াস্ ধড়াস্ করিতে লাগিল, তাহার দেহের সমস্ত রক্ত যেন সৃৎপিণ্ডে আসিয়া জমা হইল। পরিচারিকা বলিল ঃ– "রাণীঠাকুরাণী আপনার অভ্যর্থনার জন্য প্রস্তুত আছেন।” কেণ্টি-দেহ অক্টেভ পরিচারিকার পিছনে পিছনে চলিল, কেননা সে এই প্রাসাদের অন্ধিসন্ধি কিছুই জানিত না । পদচালনায় ইতস্ততঃ-ভাব দেখিয়া পাছে তার অজ্ঞতা প্রকাশ হইয় পড়ে, এইজন্য সে পরিচারিকার অনুসরণ করাই শ্রেয়ঃ বিবেচনা করিল। পরিচারিক তাহাকে একটা সরে লইয়া গেল। ঘরটা বেশ একটু বড় রকমের। এটি রাণীর প্রসাধন-কক্ষ । প্রসাধন-টেবিল সমস্ত সুকুমার বিলাস-সামগ্রীতে বিভূষিত । উৎকৃষ্ট খোদাই কাজ-করা কতকগুল আলমারী ; আলমারীগুলা সার্টিন, মখমল, মলমল, জরি প্রভৃতি নন: প্রকার সৌধীন পরিচ্ছদে ঠাসা । ঘরের দেয়াল সবুজ সাটিন দিয়া মোড় । মেজের তক্ত বিচিত্র মেলায়েম রঙে রঞ্জিত এক পুব কোমল গালিচায় আচ্ছাদিত। প্রসাধন-টেবিলে সুগন্ধ-নির্য্যাসের স্ফটিক শিশিগুলা বাতির আলোয় ঝিকমিক্‌ করিতেছে। ঘরে মধ্যস্থলে একটা সবুজ মথমল-পা-দানের উপর অদ্ভুত গঠনের ইস্পাতের কাজ-করা একটা বৃহৎ ভূষণ পেটিকা—তাহাতে বিবিধ রত্নালঙ্কার সজ্জিত রহিয়াছে। কিন্তু এই সব অলঙ্কার পেটিকাতেই প্রায় বদ্ধ থাকিত ;–কোণ্টেস্ কচিৎ কখন তাহ ব্যবহার করিতেন। নারীসুলভ অশিক্ষিত স্বরূচি তাকে বলিয়া দিত—রত্ন-অলঙ্কারে রূপসীর প্রয়োজন হয় না। রূপের ছটার কাছে ঐশ্বর্য্যের ঘটা অতীব তুচ্ছ । জান্‌লা হইতে পর্দা ভাঁজে ভজে নীচে লুটাইয়া পড়িয়াছে—সেই জানলার কাছে, একটা বড় আয়না ও প্রসাধন-টেবিলের দুই-ডেলে বৈঠকী ঝাড়ের ছয় বাতির আলোয় উদ্ভাসিত। তাঁহারই সম্মুখে কেন্টেস