পাতা:অবতার.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৪ অবতার নামে সেই সন্ন্যাসীর মন্ত্র-বলে ডাক্তার শেরবোনো দুই আত্মাকে স্থানচ্যুত করিয়াছেন—একথা শুধু প্রাস্কোভি কেন—কোনও মানুষের অনুমান করা অসম্ভব। কিন্তু প্রাস্কোভি, কৌন্ট-দেহ অক্টেভের চোখে, ওলাফের সচরাচর চোখের ভাব, সেই দেবোপম বিশুদ্ধ প্রশান্ত ধ্রুব নিত্য প্রেমের ভাব দেখিতে পাইলেন না। কেন্টি-দেহ অক্টেভের ঐ দৃষ্টিতে একটা পার্থিব লালসার আগুন জলিতেছিল। তাই ঐ দৃষ্টিতে কোণ্টেস ব্যথিত ও লজ্জিত হইয়া পড়িয়াছিলেন। ঠিক্‌ কি ঘটিয়াছে বুঝিতে না পারিলেও, র্তার মনে হইল একটা কিছু নিশ্চয়ই ঘটিয়াছে। নান প্রকার অনুমান করিতে লাগিলেন ; তবে আমি কি এখন ওলাফের চোখে শুধু একটা ইতর রমণী, একজন নীচ বীরাঙ্গনা মাত্র –যার রূপের লালসায় তিনি উন্মত্ত হয়েছেন । আমাদের আত্মায় আত্মায় কেমন একটি সুন্দর মিল ছিল—দুই হৃদয়-বীণা কেমন মধুর ভাবে এক সুরে বাজ ত, না জানি কিসে এই মিলটি, এই ঐক্যতানটি ভেঙ্গে গেল। কিন্তু ওলাফ কি আর কাউকে ভালবাসত ? প্যারিসের পধিল মলিনতা ঐ অকলঙ্ক হৃদয়কে কি কখন কলঙ্কিত করেছিল ?” এই প্রশ্নগুলি তার মনের মধ্য দিয়া দ্রুতভাবে চলিয়া গেল, কিন্তু কোন সন্তোষজনক উত্তর তিনি দিতে পারিলেন না । ভাবিলেন, হয়ত আমি উন্মাদগ্রস্ত হয়েছি। কিন্তু তবু ভিতরে ভিতরে যেন অনুভব করিতে লাগিলেন যে, তার বুদ্ধি লোপ পায় নাই। কি একটা অজ্ঞাত বিপদ তার সম্মুখে উপস্থিত—এইরূপ ভাবিয়া তার অত্যন্ত ভয় হইল। মনে করিলেন আত্মার এই “দ্বিতীয় দর্শনের” প্রভাবে যাহা অনুমাণ হইতেছে, তাহা অগ্রাহ করা ঠিক নহে । তিনি বিচলিত ও আকুল-ব্যাকুল হইয়া উঠিয়া পড়িলেন এবং উঠিয়া তাহার শয়ন-কক্ষের দিকে অগ্রসর হইলেন। অলীক কেন্টও তার সঙ্গে