পাতা:অবতার.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

総や অবতার আছে এবং তাহার উপর আগুনের হল্কা নিক্ষেপ করিতেছে। আর সেই সময় তাহার থাটের নীচে একটা কালোমুর্ত্তি—মুখ বলি-রেখায় আচ্ছন্ন,—উবু হইয়া বসিয়া আছে, অপরিচিত ভাষায় বিড়বিড় করিয়া কি বলিতেছে ; এই অদ্ভূত স্বপ্নের মধ্যে ওলাফও আছেন–কিন্তু তার নিজের আকৃতিতে নয়—অন্ত আকৃতি ধরিয়া । অক্টেভ যখন দেখিল, তার সম্মুখেই দরজা বন্ধ হইল, ভিতরকার অর্গলের ক্যাচ-কোচ শব্দ শুনা গেল, তখন সে কিরূপ হতাশ হইয়া পড়িল, তাহা আমরা আর বর্ণনা করিব না। তাহার সেই চূড়ান্ত মুহূর্ত্তের চরম আশা অন্তহিত হইল। মনে মনে বলিল ;–“আমি কি করিলাম ! এক নারীর হৃদয় জয় করবার জন্য, এক যাদুকরের হাতে আত্ম-সমৰ্পণ করে আমার ইহকাল পরকাল সমস্তই নষ্ট করলাম—ভারতবর্ষের ডাইনীমপ্লে সেই নারী অসহায় ভাবে আমার কাছে ধরা দিয়েছিল—কিন্তু আবার পালিয়ে গেল। আমি পূর্ব্বে প্রেমিক হয়ে প্রতাখাত হয়েছিলাম, এখন আবার স্বামী হয়ে প্রত্যাথাত হলাম। প্রাস্কোভির অজেয় সতীত্ব বাদুকরের সমস্ত নারকী কুমন্ত্রনা-জাল ছিন্ন করে দিয়েছে। শয়ন-কক্ষের দ্বারদেশে এক দেবীমূর্ত্তি আবিভূত হয়ে যেন কলুষিত-চিত্ত কোন দুরাত্মাকে দূর করে দিলেন! অক্টেভ সমস্ত রাত্রি এই অদ্ভূত অবস্থায় আর থাকিতে পারিল না। সে কৌন্টের মহলটা খুজিতে লাগিল । সারি সারি অনেক ঘর পার হইয়া অবশেষে দেখিতে পাইল,—কাঠের খুঁটি-বিশিষ্ট একটা উচ্চ পালঙ্ক —তাহাতে সংলগ্ন বুটিদার চিত্র বিচিত্র পর্দা । কায়িক শ্রমে ও মনের আবেগে শ্রান্ত ক্লান্ত হইয়া কৌন্ট-দেহ অক্টেভ সেই পালঙ্কের উপর গুইয় পড়িল,—শেরবোনোর উপর অভিশাপ বর্ষণ করিতে করিতে ঘুৰাইয়৷ পড়িল। সৌভাগ্যক্রমে, স্বর্য্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহারমনের অবস্থা একটু