পাতা:অবতার.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yeş অবতার ভারতবর্ষে ছিল। সে নাকি ব্রাহ্মণদের কাছ থেকে খুব আশ্চর্য্য গুপ্তবিদ্যা শিখে এসেছে। তুমি তাকে একদিন আমার কাছে নিয়ে আসতেও চেয়েছিলে। কিন্তু ও বিষয়ে আমার কোন কৌতুহল নেই ; কেন না আমি বেশ জানি, তুমি আমাকে ভালবাস। এই বিজ্ঞানই আমার পক্ষে যথেষ্ট ।” —“তিনি আমার সামনে যে সব ব্যাপার পরীক্ষা প্রয়োগ করে’ দেখিয়েছিলেন, আশ্চর্য্য কাণ্ড করেছিলেন, তাতে আমার মন এখনো বিচলিত হয়ে আছে। এই অদ্ভুত ডাক্তার কি একটা অনিবার্য্য শক্তি প্রয়োগ করে এমন এক গভীর চৌম্বক-নিদ্রায় আমাকে নিমজ্জিত করলেন যে, যখন আমি জেগে উঠলাম, তখন দেখি আমার সমস্ত মনোবৃত্তি লোপ পেয়েছে। অনেক জিনিসের স্তুতি আমার নষ্ট হয়েছে। আমার অতীতটা যেন একটা গোলমেলে কোয়াসার ভিতর ভীস্চে। কেবল, তোমার উপর আমার যে ভালবাসা—সেইটিই অক্ষুণ্ণ রয়েছে।” —“ওলাফ ! তোমার ভারী ভূল হয়েছিল,—ঐ ডাক্তারের হাতের মধ্যে কি যেতে আছে ? ঈশ্বর, যিনি আত্মাকে স্বষ্টি করেছেন, আত্মাকে স্পর্শ করবার অধিকার একমাত্র তারই আছে। মানুষের এইরকম চেঞ্জ করা মহাপাপ ; আশা করি, তুমি আর কখনও সেখানে যাবে না । আর, যখন আমি পোলীয় ভাষায় কোন ভালবাসার কথা বল্ব, তখন আশা করি, তুমি আবার পূর্ব্বেকার মত তা বুঝতে পারবে।” অক্টেভ যখন ঘোড়ায় চড়িয়া বেড়াইতেছিল, তখনই সে এই মংলব আটিয়াছিল যে, ডাক্তারের চৌম্বক-শক্তির দোহাই দিয়া তাহার এই সমস্ত ভ্রম-প্রমাদ-জনিত বিপদ হইতে সে আপনাকে উদ্ধার করবে। কিন্তু এই খানেই বিপদের শেষ হইল না।—একজন ভৃত্য, দ্বার উদঘাটন করিয়া খবর দিল — . '