পাতা:অবতার.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার > >} প্রকৃত কৌন্ট লাবিন্‌স্কি বলিয়া মনে করায়, অক্টেভের অনুরোধে তাহারা বিস্মিত হইলেন না । সাধারণ গৃহস্থ ধরণের মনোভাব র্ত্যহাদের কিছুমাত্র না থাকায়, তাহার একথা একবার জিজ্ঞাসাও করিলেন না, ষে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একটা রফা হইতে পারে কি না, এবং যে কারণে দ্বন্দ্বযুদ্ধটা হইবে সেই কারণ সম্বন্ধেও সন্ত্রান্ত জনস্থলভ মুরুচি অনুসারে একেবারে নিস্তব্ধ ভাব ধারণ করিলেন। একটি কথাও জিজ্ঞাসা করিলেন না । এদিকে প্রকৃত কেণ্টি অথবা অলীক অক্টেভ,—ইনিও এই একই রকম মুস্কিলে পড়িয়া ছিলেন । যাহাঁদের প্রতির্ভোজনের নিমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করিয়াছিলেন, সেই য়্যালফ্রেড ও রাম্বোর নাম তার মনে পড়িল। এই দ্বন্দ্বযুদ্ধে তাহদের সাহায্য গ্রহণ করিবেন বলিয়া স্তির করিলেন। র্তাহাদের বন্ধু অক্টেভ দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হইয়াছে দেখিয়া তাহার বিস্মিত হইলেন। কেন না তারা জানিতেন, এক বৎসর হইতে অক্টেভ নিজের কোটর হইতে বাহির হয় নাই ; এবং ইহাও জানিতেন, অক্টেভের শান্তিপ্রিয় মেজাজ, লাড়াক্কা মেজাজ আদবে নয় ; কিন্তু যখন তাহারা শুনিলেন একটা কোন অপ্রকাগু কারণে তুমি-মর কি আমি-মরি ধরণের যুদ্ধ হইবার কথা হইতেছে, তখন র্তাহারা আর কোন আপত্তি না করিয়া লাবিন্‌স্কি প্রাসাদে উপস্থিত হইবেন বলিয়া স্বীকার পাইলেন। দ্বন্দ্বযুদ্ধের নিয়মও স্থির হইয়া গেল। একটা মুদ্র উদ্ধে নিক্ষেপ করিয়া স্থির হইল, কোন অন্ত্র ব্যবহৃত হইবে। প্রতিদ্বন্দ্বীরা পূর্ব্বেষ্ট বলিয়া ছিল, অসিই হউক, পিস্তলই হউক, দুয়েতেই তাহাদের সমান সুবিধা হইবে। প্রভাতে ৬টার সময় বোয়া-দে-বুলং-এর একটা বীথিক-পথে একটা