পাতা:অবতার.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ२९ অবতার তার ইচ্ছা ছিল না ; সে মনে করিয়াছিল, কোন একটা বিজন স্থানে গিয়া নিস্তব্ধভাবে তার দুঃখানল নির্ব্বাপিত করিবে এবং এই অজ্ঞাত দুঃখের একটা বৈজ্ঞানিক নাম দিয়া লোকের নিকট একটা রোগ বলিয়া প্রচার করিবে ! অক্টেভ যদি চিত্রকর হইত, কবি হইত কিংবা সঙ্গীতগুণী হইত, তাহ হইলে তার দুঃখকষ্ট তার একট উৎকৃষ্ট রচনার মধ্যে জমাট করিয়া রাখিতে পারিত ; তাহা হইলে প্রাস্কোভি ধবলবাসে সজ্জিত ও তারকা-মুকুট ভূষিত হইয়া, দান্তের বেয়াত্রিসের দ্যায়, ভাস্করদেহ এঞ্জেলের মত তাহার কবিত্ব-উচ্ছাসের উপর উড়িয়া উড়িয় বেড়াইতেন । কিন্তু আমরা এই ইতিহাসের গোড়াতেই বলিয়াছি, সুশিক্ষিত ও বিশিষ্ট লোক হইলেও অক্টেভ সেই সব শ্রেষ্ঠ বাছ-লোকের অস্তুভুতি ছিল না, যাহারা ধরাতলে তাহদের পদচিহ্ন রাখিয়া যান। অক্টেভের একনিষ্ঠ দীন আত্মা ভালবাসা ছাড়া ও ভালবেসে মর: ছড়ি অীর কিছুই জানিত না ! গাড়ী ডাক্তারের গুহাঙ্গনে প্রবেশ করিল। পাথরে-বাধা অঙ্গনে সবুজ ঘাস বসানো ; সাক্ষাংকারপ্রার্থী লোকদিগের অবিরাম পদবিক্ষেপে সেই ঘাসের উপর দিয়া একটা রাস্ত হইয়া গিয়াছে এবং অঙ্গনের ধূসরবর্ণ উচ্চ প্রাচীরের বিপুল ছায়ায় ভূতল পরিপ্লাবিত হইয়াছে। পণ্ডিতের ধ্যান-প্রবাহে বাধা না হয় এইজন্ত অদৃষ্ঠ প্রস্তর-মূর্ত্তির ন্তায় নিস্তব্ধতা ও নিশ্চলত প্রহরীরূপে দ্বারদেশ আগলাইয়া রহিয়াছে। অক্টেভ ও কৌন্ট গাড়ী হইতে নামিলেন ; ডাক্তার টপ্‌ করিয়া পা-দানির উপর পা দিয়া সহিসের হস্তাবলম্বন না করিয়াই নামিয়া পড়িলেন—এরূপ ক্ষিপ্রতা তাহার বয়সে কেহ প্রত্যাশা করে নাই । র্তারা গৃহে প্রবেশ করিবামাত্র দ্বার রুদ্ধ হইল । ওলাফ ও অক্টেভের অনুভব হইল, যেন হঠাৎ একটা গরম বাতাসের আবরণে র্তারা আবৃত