পাতা:অবতার.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ Sλω অবতীর সেই দিন তিনি এই অলঙ্কারটি হাতে পরিয়াছিলেন। কেন্ট বলিলেন :-— “তোমাকে পুনঃ পুনঃ অনুরোধ করায় তুমি যেদিন প্রথমবার বাগানে নেমেছিলে, তখন একটা ছোট গির্গিটি দেখে তোমার কি ভদ্রষ্ট হয়েছিল ; গির্গিটিটাকে আমার ছড়ির এক ঘায়ে মেরে ফেল্লাম ; তারপর, তার থেকে সোনার ছাঁচ তুলে কতকগুলি রত্ব দিয়ে সেই সোনার চঁচটাকে ভূষিত করলাম। কিন্তু গির্গিটিটা অলঙ্কারে পরিণত হলেও, তুমি দেখে ভয় পেতে ; কিছু কাল পরে, যখন তোমার ভয় ভেঙ্গে গেল, তথন তুমি অলঙ্কারটা পরতে রাজি হলে।” —“ও: ! এখন আমার বেশ অভ্যাস হয়ে গেছে ; সকল গহনার চেয়ে এই গহনাটাই আমি এখন পছন্দ করি ; কারণ এর সঙ্গে আমার একটা মুখের স্মৃতি জড়ানো রয়েছে।” কোন্ট বলিলেন —“সেই দিনই আমরা ঠিক করেছিলাম, তুমি তোমার খুড়ার কাছে আমাদের বিবাহ সম্বন্ধে রীতিমত প্রস্তাব করবে ।” কোণ্টেস প্রকৃত ওলাফের পূর্ব্বেকার দৃষ্টি আবার দেখিতে পাইয়া, তাহার কণ্ঠস্বর আবার শুনিতে পাইয়া, উঠিয়া দাড়াইলেন, এবং স্মিতমুখে তাহার পানে চাহিয়া, তাহীর বাহু ধারণ করিয়া, উদ্ভিজ্জ-গৃহে গুই চার বার ঘোর-পাক দিলেন। বেড়াইতে বেড়াইতে,—যে হাতটি মুক্ত ছিল, সেই হাত দিয়া একটি ফুল ছিড়িয়া লইয়া তার পাপড়িগুল দাত দিয়া কাটিতে লাগিলেন। মুক্তা-দন্তে যে ফুলটি কাটিতেছিলেন, সেই দলটি ফেলিয়া দিয়া তিনি বলিলেন ;– . “আজ তোমার স্মরণশক্তির যে রকম পরিচয় পাচ্চি, তাতে বোধ হয় তোমার মাতৃভাষাও তোমার আবার মনে পড়েছে, মাতৃভাষায় তুমি বোধ