পাতা:অবতার.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার Gł নীলাভ পক্ষরাজি ঈষৎ বক্র ; নেত্রদ্বয় কখন কখন একপ্রকার জার্ক্স জ্যোতিতে প্রদীপ্ত হইয়া উঠিত ; বিশ্রামের সময় এবং কোন আবেগে উত্তেজিত না হইলে মনে হইত যেন উহা প্রাচ্যদেশীয় লোকের নেত্র। তার হস্ত অতি সুকুমার ও পদতল পাতল ধনুবৎ বক্র ছিল। সে বেশ ভাল বেশ বিদ্যাস করিত ;—তাহার স্বাভাবিক রূপ-লাবণ্যের যাহাতে, থোল্‌তাই হয় সেইরূপ পরিচ্ছদ সে পরিত ; কিন্তু "ফিট্‌বাবু” হইবার দিকে তার কোন ঝোক ছিল না । এমন তরুণবয়স্ক, এমন সুশ্রী, এমন ধনবান,—তার মুখী হইবার সব কারণই ছিল—তবে কেন সে এমন করিয়া আপনাকে দগ্ধ করিতেছে ? তুমি হয়ত বলিতে, আমোদ-প্রমোদের আতিশয্যে তাহার আমোদে অরুচি হইয়াছে কিংবা অস্বাভাবিক উপন্যাস পড়িয়া পড়িয়া তাহার মাথা খারাপ হইয়া গিয়াছে, সে কিছুই বিশ্বাস করে না ; কিংবা নানাপ্রকার বদখেয়ালি করিয়া সে তাহার সমস্ত সম্পত্তি উড়াইয়া দিয়াছে ; –কিন্তু ইহার একটাও সত্য নহে । আমোদ-প্রমোদে সে বড় একটা যোগ দিত ন!, সুতরাং তাহাতে অরুচি হইবার কোন সম্ভাবনা নাই । সে নীরসপ্রকৃতিও ছিল না, কল্পনাপ্রবণও ছিল না, নাস্তিকও ছিল না, লম্পটও ছিল না, উড়ন-চণ্ডীও ছিল না। এতদিন পর্যন্ত অঙ্গ যুবকদিগেরই মত সে পড়াশুনা ও ক্রীড়া-আমোদ লইয়াই থাকিত। তবে কেন যে তাঁর এইরূপ শোচনীয় অবস্থা হইল, তার কারণ কেহই বলিতে পারে না—চিকিৎসা-বিজ্ঞানও এই বিষয়ে হার মানিয়াছে । ইহার কারণ কি, স্বয়ং আমাদের নায়কই বলিতে পারে । • সাধারণ ডাক্তাররা এরূপ রোগের কথা কখন শুনৈ নাই। কেননা, এখনও পর্য্যন্ত চিকিৎসার কলেজে আত্মার শবচ্ছেদ’ বা ব্যবচ্ছেদ ত কেহ করে নাই। সুতরাং আর কোন উপায় না দেখিয়া একজন