পাতা:অবতার.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার 업 করিয়া রহিয়াছে—মাথায় চুল নাই, তাহাতে মাথাটা আরও প্রকাও বলিয়া মনে হয়। এই নগ্ন করোটী হস্তিদন্তের মত মস্বণ,—উহার সাদা রংটা অক্ষুধ রহিয়াছে ; কিন্তু উপরকার চর্ম্মাবরণ সৌরকরম্পর্শে রৌদ্রদগ্ধ হইয়া গিয়াছে। করোট-অস্থির উচুনীচু অংশগুলি খুব স্পষ্ট ও পরিস্ফুট। কেশ-বিরল মস্তকের পশ্চাদভাগে দুই তিন গুচ্ছ কেশ এখনো রহিয়াছে। কাণের উপর দুই গুচ্ছ এবং ঘাড়ের উপর এক গুচ্ছ । কিন্তু সব-চেয়ে ডাক্তারের চোখ দুটিই বেশী দৃষ্টি আকর্ষক। মুখমণ্ডল বয়ঃপ্রভাবে একটু তামবর্ণ, সৌরকরম্পর্শে রৌদ্রদগ্ধ, এবং বিজ্ঞানামুশীলনে উহার উপর গভীর রেখাপাত হইয়াছে ; কেতাবের পাতার মত ভাজ পড়িয়া গিয়াছে ; এই মুখের মধ্যে, চোথের দুটি নীলাভ স্বচ্ছ তারা জলজল করিতেছে ; তাহাতে কেমন একটা তাজাভাব ও তারুণ ৰ্বি পাইতেছে। মনে হয় ব্রাহ্মণ ও পণ্ডিতদিগের নিকট হইতে শিক্ষিত কোন যাদু-মন্ত্রে, যেন শবের মুখের উপর তরুণ বালকের চোখ বসাইয়া দেওয়া হইয়াছে । এই ডাক্তারের পোষক সেকেলে ডক্তরি পোষাকের মত । কালো কাপড়ের কেীর্ত্ত ও পাজামা, কালে রঙের ফতুই, কামিজের উপর একখণ্ড বড় হিরা ;–এই হিরক-খণ্ডটি বোধ হয় পুরস্কারস্বরূপ কোন রাজা বা নবাবের নিকট পাইয় থাকিবেন । পরিচ্ছদ গায়ে ‘ফিট' হইয়া বসে নাই—কাপড়-ঝুলাইবার কাঠদণ্ডের উপর যেন ঝুলিতেছে । দেহের এই অসাধারণ শীর্ণতা যে শুধু ভারতের প্রপর হুর্য্যোক্তাপে ঘটিয়াছে তাহা নহে। গুপ্ত বিদ্যায় দক্ষিত হইবার উদ্দেশে বালথাজার শেরবোনো সন্ন্যাসীদের ন্যার দীর্ঘকালব্যাপী উপবাস করিতেন, যোগদিগের নিকট চারিট প্রজ্জ্বলিত অনলশিখার মধ্যে মুগচর্ম্মের উপর বসিয়া থাকিতেন । sta = o