পাতা:অবতার.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե অবতার কিন্তু এইরূপ মেদমাংসক্ষয়ে তার শরীর দুর্ব্বল হয় নাই। র্তার হাতের পেশীবন্ধনগুলি বেহালার তারের মত বেশ দৃঢ়বদ্ধ ও সটান ভাবে প্রসারিত। অক্টেভের অঙ্গুণনির্দ্দেশে ডাক্তার পালঙ্কের একপাশে একটা নির্দিষ্ট কেদারায় হাটু দুম্ডাইয়া বসিলেন—মনে হয়, এই ভাবে মাদুরের উপর বঁসাই তার চির-কেলে অভ্যাস। এইরূপ উপবিষ্ট হইয়া ডাক্তার শেরবোনো আলোর দিকে পিঠ ফিরাইলেন ; এই আলো পূরাপুরী রোগীর মুখের উপর পড়িয়াছে। এই সংস্থানটি পরীক্ষার অনুকূল। বিশেষতঃ যে ব্যক্তির অপরকে দেখিবার কৌতুহল আছে, অথচ নিজেকে দেখা দিতে চাহে না তার পক্ষে এইভাবে বসাই সুবিধা । যদিও ডাক্তারের মুখ ছায়াচ্ছন্ন ছিল এবং তার সাম্রোথের ডিমের মত গালাকার চকুচকে মাথার খুলির উপর একটিমাত্র স্বর্যরশ্মি পড়িয়াছিল, তথাপি অক্টেভ দেখিতে পাইল তার নীল চোখের দুটি তার হইতে যেন ফসফরসময় পদার্থের মত স্ফুলিঙ্গ নিঃস্থত হইতেছে। ডাক্তার একটু চুপ করিয়া থাকিয়া আবার রোগকে ভাল করিয়া দেখিয়া লইলেন ; তারপর বলিলেন —“দেখুন মহাশয়, আমি দেখছি আপনার এ রোগ আমাদের চলিত নিদান-শাস্ত্রের রোগ নয় ; যে সব রোগের স্পষ্ট নির্দিষ্ট লক্ষণ আছে,—যা দেখে চিকিৎসকেরা রোগ আরাম করে কিংবা আরও খারাপ করে, সেই তালিকাভুক্ত রোগ এ নয়। আমি আপনার নিকট একটুকরা কাগজ চেয়ে তাতে সাঙ্কেতিক ইজিবিজি অক্ষর লিখে আপনাকে দেব, আর আপনার চাকর ঝ"-করে পাশের দাওয়াইখানা থেকে কতকগুলি মার্কামারা শিশি নিয়ে আস্ৰে— এস্থলে সে-সব চলবে না ।” অনাবশ্বক ঔষধপত্র হইতে রেহাই পাওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপনচ্ছলে অক্টেভ মৃদু মৃদু হাসিল ।