পাতা:অবতার.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wob” অবতার তোমার আত্মাকে আমি প্রবেশ করতে বলব, তার শরীরেই তোমার আত্মা প্রবেশ করে তাকে সজীব ক’রে তুলবে। এই পৃথিবীতে আমি ছাড় এই মন্ত্র আর কেহই জানে না—এই গুপ্তমন্ত্রটি তোমাকেই দিয়ে যাচ্চি— কারণ, বুদবুদ যেমন সাগরে মিশিয়ে যায়, আমি সেইরূপ এখন অকৃত .অমৃত ব্রহ্মের মধ্যে বিলীন হয়ে যেতে চাই ।” তারপর এই যোগী সিদ্ধপুরুষ, মুমূর্ষর অস্তিম-শ্বাসের ন্যায় অতি ক্ষীণ স্বরে কতকগুলি শব্দ আবৃত্তি করলেন—সেই শব্দের উচ্চারণে আমার পিঠের উপর দিয়ে যেন একটা মৃদু কম্পনের তরঙ্গ চলে গেল। অক্টেভ বলিয়া উঠিলেন :– —এখন আপনি কি বলতে চান ডাক্তার মশায় ? আপনার মৎলবটা কি ? আমি ত কিছুই বুঝতে পারচি নে। ডাক্তার বালথাজার শেরবোনো শান্তভাবে উত্তর করিলেন -আমি তোমাকে এই কথা বলতে চাই— আমার বন্ধু ব্রহ্মলোগমের মায়া-মন্ত্রটি আমি এখনো ভুলি নাই। কৌন্ট ওলাফ-লাবিন্‌স্কির শরীরের মধ্যে প্রবিষ্ট অক্টেভের আত্মাকে যদি কোণ্টে লাবিনস্কা চিনতে পারেন তাহলে বুঝব, কোণ্টেস লাবিন্‌স্কার মত সুহ্মবুদ্ধি এ জগতে আর কেহই নাই।