পাতা:অবতার.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b" অবতার স্মৃতি –কিন্তু আমার ইচ্ছা বলে এই মূর্তিটিকে প্রস্তরে পরিণত করেছিলাম, এখন মুহূর্তের জন্ত ওকে ছেড়ে দেওয়া যাকৃ। আর ঐ কোণে যে মেয়েট শাস্তভাবে নিদ্রা যাচ্চে, এখন ওর সঙ্গে একটু পরামর্শ করা যাক। ঐ মেয়েটির ডলফির পুরোহিতের চেয়েও দূর-দৃষ্টি। বোহিমিয়া প্রদেশে আপনার যে ৭টি দুর্গ-প্রসাদ আছে, তারই কোন একটি প্রাসাদে ওকে আপনি পাঠিয়ে দিতে পারেন; আপনার দেরাজে সব-চেয়ে গোপনীয় জিনিস কি আছে, ওকে জিজ্ঞাসা করুন—ও বলে দেবে। সেখানে পৌছাতে ওর আত্মার এক-সেকেণ্ডেরও বেশি লাগবে না। যাই হোক, ব্যাপারটা খুবই আশ্চর্য্য বটে ; কেন না ঐ একই সময়ের মধ্যে তাড়িৎ ৭• মাইল লীগ, অতিক্রম করে ; আর, রেল-গাড়ীর কাছে ঘোড়ার গাড়ী যে রকম, চিন্তার কাছে তাড়িৎশক্তিও সেই রকম। আপনার সঙ্গে ওর সম্বন্ধ নিবদ্ধ করবার জন্য আপনি ওর হাতে হাত দিন ; আপনার প্রশ্নটি সম্বন্ধে ওকে জিজ্ঞাসা করাও আবশ্বক হবে না । ও আপনার মনোগত প্রশ্ন এমনিই জানতে পারবে।” কৌন্ট মনে মনে যে প্রশ্ন করিলেন, ঐ মেয়েটি অতি ক্ষীণ স্বরে তাহার উত্তর দিল ;– “সিডার কাঠের সিন্মুকের ভিতর, অতিস্তৃক্ষ বালির গুড়ার মত এক টুকরা মাটি আছে তার উপর একটা ছোট পায়ের ছাপ দেখা যায়।” ডাক্তার তার স্বপ্নদর্শী মেয়েটির অভ্রান্ততায় যেন দৃঢ়নিশ্চয় এই ভাবে কোন দ্বিধা না করিয়াই বলিলেন :– —“মেয়েটি ঠিক বলেছে কি মা ?” কৌন্টের গাল লাল হইয়া উঠিল । বস্তুতঃ তাছাদের ভালবাসার প্রথম অবস্থায়, একটা উপবনের বালুময় গলিপথে তরুণী প্রাস্কোভির গায়ের যে ছাপ পড়িয়ছিল, বালুময় মাটিসমেত সেই ছাপটি কৌন্ট