পাতা:অবতার.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার 《总 তিনি কোন আত্মাকেও স্থানান্তরিত করতে পারেন। তাতে আর আশ্চর্য্য কি ?” —“আপনার এই অমূল্য উপকারের জন্য কি বলে আপনার নিকট কৃভজ্ঞতা প্রকাশ করব ? এর প্রতিদান কি করব ? কি দিয়ে এই ঋণ পরিশোধ করব ?” —“তুমি আমার নিকট একটুও ঋণী নও ; তোমার উপর আমার একটা টান হয়েছিল । সংসারানলে দগ্ধ, রৌদ্র-দগ্ধ বুড়ার কাছে আবেগ জিনিসটা বড়ই বিরল। তুমি তোমার প্রেমের কথা আমার কাছে প্রকাশ করেছ। আমাদের মধ্যে কেউ বা একটু রাসায়নিক, কেউ বা একটু ঐন্দ্রজালিক, কেউ বা একটু দার্শনিক—কোন-না-কোন আকারে সবাই আমরা স্বপ্নদর্শ ; আমরা অল্পবিস্তর সবাই পরিপূর্ণ অসীমের সন্ধান করে থাকি। সে যা হোক, তুমি এখন ওঠে, চলাফেরা কর, বেড়িয়ে বেড়াও ; দেখ, তোমার নূতন গাত্র-চর্ম্মের দরুণ, এই বাহ পরিবেষ্টনের মধ্যে একটু বাধো-বাধো ঠেকৃচে কি না ?” অক্টেভ-লাবিন্‌স্কি, ডাক্তারের উপদেশ মত ঘরের মধ্যে দুই-চারিবার একটু পায়চালি করিলেন। এখন আর তেমন বাধো-বাধো মনে হইতেছে না ; কোণ্টের শরীরের মধ্যে, অষ্ঠ আত্মা বাস করিলেও, পূর্ব্ব-অভ্যাসগুলার একটা ঝোক, একটা বেগ কৌন্টের দেহে তখনও অক্ষুণ্ণ ছিল ; নব আগন্তুক অক্টেভ-লাবিন্‌স্কিও এই সকল দৈহিক স্মৃতির উপর বিশ্বাস স্থাপন করিল ; কারণ অধিকারচু্যত পূর্ব্বদেহস্বামীর চাল-চলন, ভাব-ভঙ্গি সমস্তই এক্ষণে নব-আগন্তককে গ্রহণ করিতে হইবে । - ডাক্তার একটু হাসিয়া বলিলেন —“আমি যদি তোমাদের আত্মার ! এই বিনিময়-প্রক্রিয়ায় স্বয়ং লিপ্ত না হতাম, তা হলে আমার বিশ্বাস