পাতা:অবতার.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

어 অক্টেভের শরীরে এখন ওলাফ-লাবিন্‌স্কির আত্মা বাস করিতেছে । সঙ্গে আছেন একাকী ডাক্তার বালথাজার শেরবোনে । এখন এই জড়পিণ্ড দেহটাকে ডাক্তার আবার সচেতন করিতে উদ্যত হইলেন । নিশ্চেষ্ট ও আড়ষ্টভাবে অক্টেভ-দেহধারী ওলাফ পালঙ্কের এককোণে আবদ্ধ ছিলেন কতকগুল ঝাড়া” দিবার পর ওলাফ-অক্টেভ (পরম্পরের শরীরে পরস্পরের আত্মার বিনিময় হইয়াছে বলিয় এক্ষণে এইরূপ নামকরণ করিতে হইল ) নরকস্থ প্রেত-ছায়ার স্তায় তাহার গভীর নিদ্র হইতে, অথবা মৃগীরোগের মৃচ্ছা-মোহ হইতে যন্ত্রের মত উঠিয়া দাড়াইলেন, কিন্তু এখনো ইচ্ছা-শক্তির দ্বারা তার গতিবিধি নিয়ন্ত্রিত হইতেছিল না ; এখনে মাথাঘোরাট। সম্পূর্ণরূপে কাটিয়া যায় নাই ; এখনো পাটলিতেছিল। তার চারিদিকে পদার্থ সকলের মধ্যে একটা যেন চঞ্চল্য উপলব্ধি করিতেছিলেন, বরাবর দেওয়ালের ধারে ধারে বিষ্ণু-অবতারদিগের যেন তাণ্ডব-নৃত্য চলিতেছিল। ডাক্তার শেরবোনো সেই এলিফ্যাণ্টা সন্ন্যাসীর বেশ ধারণ করিয়াছেন, দুই হাতে পার্থীর ডানা-ঝাড়ার মত হাতঝাড়া দিতেছেন। চলমার চক্ররেখার স্তায় স্যামল বলি-রেখা-বিশিষ্ট নেত্র-ম গুলের মধ্যস্থিত নীলবর্ণ দুষ্ট তারা ঘুরিতেছে—ডাক্তারের সন্মোহন-প্রক্রিয়ায় সম্পূর্ণ চৈতন্য-লোপের পূর্ব্বে ওলাফ এই যে সব অপূর্ব্ব দৃশ্য দেখিছিলেন, ঐ সব দুখ আবাব তাহার বুদ্ধিবৃত্তির উপর কাজ করিতে লাগিল; ক্রমে আস্তে আস্তে বাস্তব পদার্থ সকল তাহার উপলব্ধি হইল। বুক-চাপা দুঃস্বপ্ন হষ্টতে স্বপ্নদর্শী হঠাৎ জাগিয়া উঠলে যেরূপ হয়, স্বাসবাব-পত্রের উপর ছ নে, at to