পাতা:অবতার.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*WoS অবতার কাপড়-চোপড়কে প্রেতের উপছায়া এবং দীপালোকে উদ্ভাসিত পর্দার র্তাবার আংটা-কড়াগুলাকে দৈত্যের জলন্ত চোখ বলিয়া তাহীর ভ্রম হইতেছিল। ক্রমশ: এই ছায়াবাজির দৃপ্ত অন্তৰ্হিত হইল। আবার সমস্তই স্বাভাবিক আকার ধারণ করিল। ডাক্তার শেরবোনো এখন আর ভারতবর্ষের তাপস সন্ন্যাসী নহেন, এখন তিনি চিকিৎসক ডাক্তার মাত্র ; তিনি সাদামাটা ভদ্রতার হাসি মুখে আনিয়া ওলাফকে সম্বোধন করিয়া বলিলেন —“কেন্টি-মহাশয়, আমি আপনার সম্মুখে যে পরীক্ষাগুলি দেখিয়ে ধন্ত হয়েছি, সেই পরীক্ষাগুলি দেখে আপনি কি পরিতুষ্ট হয়েছেন ?” —এই অতি-নম্র কথার মধ্যে যে একটু বিদ্রুপের ভাব ছিল না এ কথা বলা যায় না। তারপর আবার বলিতে লাগিলেন ;–“ভরসা করি আমার সান্ধ্য-বৈঠকে উপস্থিত হয়েছিলেন বলে? আপনি পরিতাপ করবেন না, আর বোধ হয় এখন আপনার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে, দস্তুরমোতাবেক বিজ্ঞান যাকে গাল-গল্প ও বাজিকরের খেলা বলে উড়িয়ে দেয়, সেই সম্মোহন-প্রক্রিয়ার কথা সমস্তই গাল-গল্প ও বাজিকরের হাতের চালাকি নয়।” ডাক্তারের কথায় সায় দিবার ভাবে, অক্টেভ-দেহধারী কৌটি ওলাফ মাথা নাড়িয়া ইসারায় উত্তর করিলেন, এবং ডাক্তার শেরবোনের সঙ্গে সঙ্গে ঘর হইতে বাহির হইয়া পড়িলেন ; ডাক্তার প্রত্যেক দরজার কাছে আসিয়া খুব মাথা হেঁট করিয়া কৌন্টকে নমস্কার করিতে লাগিলেন । ব্রুহাম গাড়ী অগ্রসর হইয়া একেবারে সোপান ধাপ ঘোঁসিয়া দাড়াইল । কৌন্টেস্-লাবিন্‌স্কার পতি, অক্টেভ দেহধারী কৌন্ট ওলাফ, সহিস কোচম্যানের উর্দি-পোষাক বা গাড়ীর গঠনের প্রতি বড় একটা লক্ষ্য না করিয়াই গাড়াতে উঠিয়া পড়িলেন।