পাতা:অবতার.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wや অবতার ফিরিয়া আসিলেন ; শাশি নামাইয়া দিয়া, গাড়ীর জান্‌লা হইতে মাথা বাহির করিলেন, এবং রাস্তার গ্যাসের আলোয় দেখিতে পাইলেন, এ একটা অপরিচিত রাস্তা, বাড়ীটাও তার বাড়ী নয়। তিনি বলিয়া উঠিলেন :-- “আমাকে কোথায় নিয়ে এলি ? এই কি তবে লাবিন্‌স্কির হোটেল ?” —“হুজুর, মাপ করবেন, আমি তাহলে বুঝতে পারি নি” কোচম্যান এই কথা গুন্‌ গুনম্বরে বলিয়া, কথিত স্থানের অভিমুখে অশ্বযুগলকে আবার চালাইয়া দিল । যাত্রা-পথে রূপান্তরিত কেন্ট, মনে মনে অনেক প্রশ্ন করিলেন, কিন্তু তাহার উত্তর দিতে পারিলেন না । “আমাকে না লইয়া আমার গাড়ী কেন চলিয়া গেল, আমি ত আমার জন্য অপেক্ষা করিতে হুকুম দিয়াছিলাম ” “আর একজনের গাড়ীতে আমি কেন উঠিলাম ?” তিনি অনুমান করিলেন, হয় ত একটু জরভাব হওয়ায়, তার জ্ঞান অস্পষ্ট হইয়া পড়িয়াছিল ; হয় ত সেই “মনের” ডাক্তার, তার বিশ্বাস-প্রবণতা আরও বাড়াইবার জন্য, তার নিদ্রিত অবস্থায় “হাশিশ" কিংবা উহারই মত কোন প্রকার বিভ্রম-উৎপাদক মাদক দ্রব্য খাওয়াইয়৷ দিয়াছিলেন। একরাত্রি বিশ্রাম করিলেই এই সব বিভ্রম নিশ্চয় চলিয়া যাইবে । লাবিন্‌স্কির হোটেলে গাড়ী আসিয়া পৌছিল। দরোয়ানকে ফাটক খুলিঙে বলায় দরোয়ান ফাটক খুলিতে অস্বীকৃত হইয়া বলিল, “আজ রাত্রে লোক অভ্যর্থনা হবে না ; কেননা হুজুর দুই- এক ঘণ্টার উপর, হ’ল বাড়ী এসেছেন—আর রাণী বিশ্রামের জন্ত " নিজের মহলে চলে গেছেন।”