পাতা:অবতার.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার br" to তোমার বুদ্ধি-বিভ্রমও হয় নি, দৃষ্টি-বিভ্রমও হয় নি। তুমি আসলে ঘ,—ঠিক তাই আছ।” “কিন্তু না,—তা’ নয়! আমার আসলে কটা চুল, চোখ কালো, রং রৌদ্র-দগ্ধ আর আমার গোফ হঙ্গারী দেশের লোকের মত সব করে’ ছুঁটা ।” ডাক্তার উত্তর করিলেন —“এইখানেই বুদ্ধি-বৃত্তির একটু বদল দেখছি।” —“বাই হোক ডাক্তার, আমি পাগল নই, বেশ জেনে । একটুও না ।” ডাক্তায় উত্তর করিলেন -“নিশ্চয়ই। যাদের বৃদ্ধি-বিবেচনা আছে, তারাই কেবল আমার এখানে আসে। একটু দৈহিক শ্রান্তি, একটু অতিরিক্ত পড়াশুনা, কিংবা অতিরিক্ত আমোদ-প্রমোদ থেকে এই অসুখটা ঘটেছে। তুমি ভুল করচ,—আসলে তুমি যা চোখে দেখছ তাই বাস্তব, আর ঘা মনে ভাবচ—সেইটেই কাল্পনিক । ফরদা রঙের দেশে তুমি আপনাকে শামলা দেখছ ; কিন্তু তুমি আসলে শামল, কল্পনা কর8 তুমি ফক্স।” “—সে যাই হোক, আমি যে লাবিন্‌স্কির কেন্ট ওয়াফ, সে বিষয়ে কিছুমাত্র সন্দেহ নেই—কিন্তু কাল-থেকে সবাই আমাকে সাবিলের অক্টেভ বলচে।” ডাক্তার উত্তর করিলেন – “—আমি ত ঠিক তাই বলেছিলাম ? তুমি আসলে সাধিলের অক্টেভ, কিন্তু মনে করচ তুমি লাবিন্‌স্কির কেন্ট। আমার স্বরণ হচ্চে, আমি কৌন্টকে দেখেছি ;–র্তার রং ত ফরসা । আয়নায় যে তুমি অন্ত নৃপ দেখতে পাও, তার কারণ ত বেশ বোঝ, যাচ্চে"। তোমার এই আসুল