পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাশ থেকে লাট খেতে-খেতে যেন ডানাভাঙা পায়রার মতো এসে পড়ল। পাখিরা চেচিয়ে উঠল ঘুড়ি-ঘুড়ি। সেই প্রথম আমি ঘুড়ি দেখলুম। ঘুড়ি ওড়ানো পাখিদের কাছে জেনে নিয়ে আমি ঘুড়িটা- দখল করলুম। আমাকে ঘুড়ি ওড়াতে দেখে একদিন পাখির ঘুড়ি ওড়াতে চাইলে, আমি তাদের লক ধরতে দিলুম। তারা ঠোটে সুতোগাছ ধরে উড়ে চলল আর ঘুড়ি তাদের সঙ্গে দেখতে-দেখতে আকাশে উঠল। সেই দেখে আমার মাথায় এক বুদ্ধি এল, আমি পাখিদের বললুম আমি ঘুড়ি ধরে ঝুলব আর তোরা সুতো ধরে ঘুড়িমৃদ্ধ আমাকে ওড়া। একশো পাখি ঘুড়ির সঙ্গে আমাকে উড়িয়ে নিয়ে চলল। আমি ভাবছি একবার ওপারে পৌছুলে হয়, ঝুপ করে ঘুড়ি ছেড়ে নেমে পড়ব । এই ভেবে আমি ঘুড়ির কাঠি চেপে ধরেছি, অমনি ঘুড়িটা ফস করে ফেঁসে গেছে। আমি একেবারে আকাশ থেকে জলে পড়লুম। পড়বি তো পড় দুই রাজহাসের ঠিক মধ্যিখানে, কাগজ লক কাটিকুটি নিয়ে । পড়েই আমি দুই রাজহাসের গল। এমনি চেপে ধরলুম যে তারা গজ-গজ করতে-করতে আমাকে ডাঙায় নামিয়ে দিয়ে গেল । সেইদিন থেকে পাখিরা বললে, আর আমরা ঘুড়ি ওড়াব না। তুমি ওপারে যেতে পার ভালো, না পার তো আমাদের কী ? কিন্তু তাই বলে ওপারে যাবার মতলব যে আমি ছাড়লুম তা ভেব না। Ꮌ8&