পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একসের চালের ভাত দিও, গরুও দুধ দেবে। আমার কথায় গোবদ্যির বিশ্বাস হল না। তিনি বললেন, এ কথা তো ডাক্তারি কেতবে লেখে না, একজন ভাত খেলে অন্য জন ভালো দুধ দেবে ? তিনি গজগজ করতে করতে চালের চালান লিখতে গেলেন । তার পরদিন গরু আবার দুধ দিতে.লাগল। গরু দুধ দিলে কিন্তু পরীদের কাছ থেকে কেতাব আমি পেলুম না। কী জানি সে গোবদ্যিটা তাদেব কাছে কী বললে, একদিন দেখলুম গোবদ্যিই কেতাব পেয়ে গেল। আমি কেবল পরীদেব বিয়েতে বাঁশি বাজাবার ফরমাশ পেতে লাগলুম আর মিষ্টি কথায় পেট ভরিয়ে আসতে লাগলুম। একদিন যখন টাপুর-টুপুর বিষ্টি হচ্ছে, আমি একটা ছিপ নিয়ে আদিগঙ্গায় মাছ ধরতে চলেছি, এমন সময় পরীদের রানীর কাছ থেকে হুকুম এল ; নন্দনকাননে শিবঠাকুরের বিয়ে-তিন ডানাকাট পরীর সঙ্গে হবে। সব ঠিক কিন্তু শিবঠাকুরেব মন কিছুতে গলতে চাচ্ছে না, জমে বরফ হয়ে গেছে, অনেক গরম জল খাইয়েও কিছু হয়নি, এখন আমাকে গিয়ে তাৰ মনটি গলিয়ে দিতে হবে, না হলে চলছে না । বিয়েটি দিয়ে দিতে পারলে আমি য। চাই তাই পাব । আমি সেবারেও কিছু পাইনি, এবারেও হয়তো ফাকে পড়ব, এই ভেবে আমি একসঙ্গে দুই বর চেয়ে বসলুম। পরী: ব রানী তাই দিতে রাজি হয়ে বিয়ের আয়োজন করতে লাগলেন । বিয়ের দিন শিবঠাকুর, শিবসদাগর সেজে, ময়ূবপখিতে চড়ে লালদিঘিতে এসে উপস্থিত। লালদিঘির ঘাটে-ঘাটে, গাছে-গাছে, জলে-স্থলে সেদিন সব জোনাক পোকার পিদিম দিয়ে সাজানো হযেছিল। ভূতের কোত্তন, গলাব জি, ভোজবাজি, ভেল্কিবাজি, বাশবাজি, ডিগবাজি, লাঠিবাজি কত বাজিই হচ্ছিল । সবাই জল খাচ্ছিল, হাওয়া খাচ্ছিল, খাবি খাচ্ছিল, বিষম খাচ্ছিল, হোচট পাচ্ছিল, চোখ খাচ্ছল, চুক খাচ্ছিল, সুদ খাচ্ছিল, ঘুষ খাচ্ছিল, খাপ খাচ্ছিল, মিশ খাচ্ছিল, ঘুরপাক খাচ্ছিল, গালাগালি খাচ্ছিল, কীল, চড়, লাথি ঘুসি, গুতো (t: